নির্বাচনী সমাবেশ থেকে হাসপাতালে জার্মান রক্ষণশীল নেতা

নির্বাচনী সমাবেশে ‘সহিংস ঘটনায়’ জার্মানির অতি ডানপন্থী দল অলটারনেটিভ ফর জার্মানি বা এএফডির নেতা টিনো ক্রুপাল্লা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার বাভেরিয়া রাজ্যের ইনগোলস্টাড শহরে।

ক্রুপাল্লা এএফডির শীর্ষ দুই নেতার একজন। জার্মানির দক্ষিণের রাজ্য বাভেরিয়ার আগামী রবিবারের নির্বাচনকে সামনে রেখে বুধবার ইনগোলস্টাড শহরে তিনি সমাবেশ করছিলেন।

স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে সমাবেশের এক পর্যায়ে হঠাৎ পড়ে যান তিনি। তারপর তাকে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

 

তার অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন এএফডির একজন মুখপাত্র।

 

একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ঘটনার সময় এএফডি নেতা সমর্থকদের সঙ্গে সেলফি তুলছিলেন। এএফডি সূত্রে জানা গেছে, সমাবেশে ক্রুপাল্লার বক্তব্য দেওয়ার কথা ছিল। তার আগে সমর্থকরা তাকে ঘিরে ধরেন।

পুলিশ বলছে, তিনি কি অসুস্থ হয়ে পড়েন, না তার ওপর হামলা হয়, তা পরিষ্কার নয়।

 

৪৮ বছর বয়সী ক্রুপাল্লা গত চার বছর ধরে অভিবাসনবিরোধী দলটির নেতৃত্ব দিচ্ছেন। মঙ্গলবার জার্মান একত্রীকরণ দিবসে দলটির অপর শীর্ষ নেতা অ্যালিস ভাইডেলেরও এক সমাবেশে বক্তব্য দেওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তাজনিত কারণে তিনি তা বাতিল করেন।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন