মার্কিন প্রেসিডেন্ট বাইডেন তার পোষ্য কুকুর কমান্ডারকে হোয়াইট হাউস থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছেন। গত দুই বছরে ১১ জনকে কামড়িয়েছে সে। একের পর এক ঘটনার জেরে শেষ পর্যন্ত দুই বছর বয়সী জার্মান শেপার্ডটিকে সরানোর সিদ্ধান্ত নিয়েছেন বাইডেন। বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর সূত্রে এ খবর জানা গেছে।
হোয়াইট হাউসের কর্মী ও মার্কিন সিক্রেট সার্ভিসের কয়েকজন কর্মকর্তাকে কামড়িয়েছে কুকুরটি। ফার্স্ট লেডি জিল বাইডেনের এক মুখপাত্রও কুকুরটির কামড় থেকে রেহাই পাননি। গত মাসে বাইডেনের নিরাপত্তার দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের এক কর্মীকে কমান্ডার কামড় দিয়েছিল। সিক্রেট সার্ভিস এজেন্সির প্রধান অ্যান্টনি গুগলিয়েলমি জানিয়েছিলেন, আহত ওই গোয়েন্দাকর্মীর চিকিৎসা করাতে হয়েছিল।
এর পরেই এই সিদ্ধান্ত।
জিল বাইডেনের যোগাযোগ বিষয়ক পরিচালক এলিজাবেথ আলেকজান্ডার এক ঘোষণায় জানান, প্রেসিডেন্ট ও তার স্ত্রী হোয়াইট হাউসের কর্মীদের নিরাপত্তার বিষয়ে বেশ যত্নশীল। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলেকজান্ডার জানান, কমান্ডার নামের কুকুরটি আর হোয়াইট হাউসে নেই।
বাইডেন ও জিল কুকুরটির আক্রমণের শিকার কর্মীদের খোঁজ-খবর রাখছেন বলেও নিশ্চিত করা হয়েছে ওই ঘোষণায়। তবে কমান্ডারকে এখন কোথায় রাখা হয়েছে সে বিষয়ে কিছু বলেননি।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন