ভারতের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’। আকাশছোঁয়া জনপ্রিয়তা এই শো’টির। ‘বিগ বস’ প্রায় সব সিজনেই বিতর্কিত প্রতিযোগীদের জায়গা দেওয়ার জন্য বিখ্যাত। মনিকা বেদি, পূজা ভাট, তানিশা মুখার্জি, শমিতা শেঠি, রিমি সেন এবং মিনিশা লাম্বার মতো বলিউড তারকাদের পর বিগ বসের এই সিজনে আরও একজন বিতর্কিত অভিনেত্রী থাকতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
গুঞ্জন রয়েছে, নির্মাতারা ‘বিগ বস সিজন ১৭’-এ উপস্থিত হওয়ার জন্য মমতা কুলকার্নির সাথে যোগাযোগ করেছেন। মমতা নব্বইয়ের দশকের একজন তুমুল জনপ্রিয় এবং বিতর্কিত অভিনেত্রী ছিলেন।
মমতা কুলকার্নি
নব্বইয়ের দশকে একটি ম্যাগাজিনে ‘টপলেস’ পোজ দেওয়া থেকে শুরু করে তার সাহসী বক্তব্য এবং বিতর্কিত ব্যক্তিগত জীবন, অভিনেত্রীর সাথে সবসময়ই বিতর্ক যুক্ত হয়েছে। মমতা ২০০৩ সালে অভিনয় ছেড়ে একজন যোগিনী হন।
এরপর ভিকি গোস্বামীর সাথে তার নাম শোনা যায় এবং গুজব রটেছিল যে তিনি তাকে বিয়ে করতে যাচ্ছেন। মমতা তার যোগিনী জীবন নিয়ে একটি বইও লিখেছেন।
বর্তমানে মমতার বিরুদ্ধে কিছু আইনি মামলা চলমান রয়েছে। শোনা যাচ্ছে, এই বাধাগুলি কাটিয়ে তিনি বিগ বসের ১৭তম সিজনের মাধ্যমে পর্দায় প্রত্যাবর্তন করবেন।
মমতা কুলকার্নি তার ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট ‘করণ অর্জুন’ দিয়েছিলেন সালমান খানের সঙ্গে। যদি তিনি বিগ বসে উপস্থিত হন তবে এটি দীর্ঘদিন পর তার এবং সালমান খানের পুনর্মিলনী হবে।
সালমান খান ও মমতা কুলকার্নি
মমতা মুম্বাইয়ের বাসিন্দা। তিনি ১৯৯২ সালে ‘তিরাঙ্গা’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। তিনি সাইফ আলী খান, গোবিন্দা, অক্ষয় কুমার, আমির খান, মিঠুন চক্রবর্তী, অনিল কাপুর এবং সঞ্জয় দত্ত থেকে শুরু করে সমস্ত বড় অভিনেতাদের সাথে কাজ করেছেন।
তার শেষ হিট সিনেমা ছিল ২০০১ সারলে ‘ছুপা রুস্তম।’
ইতোমধ্যেই বিগ বসের ১৭তম সিজনের প্রোমো প্রকাশিত হয়েছে। ১৫ অক্টোবর রবিবার রাত ৯টায় শুরু হবে নতুন সিজন। প্রতিযোগীদের পরিচয় করিয়ে দেওয়ার একটি জমকালো প্রিমিয়ার ইভেন্ট দিয়ে শুরু হবে শো’টি। বিগ বস ১৭তম সিজন কালার টিভি এবং জিও সিনেমায় সম্প্রচারিত হবে।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন