সৌদি যুবরাজ সালমান যে কারণে খুন হতে পারেন কাছের লোকের হাতেই

বিশেষ প্রতিনিধি :সম্প্রতি ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চুক্তি করেছে মধ্য প্রাচ্যের দুই দেশ সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মন্তব্য করেন, সৌদি আরব যদি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যায় তাহলে ‘ইরান, কাতার এবং কাছের লোকদের হাতে মৃত্যু হতে পারে তার। সম্প্রতি ইসরায়েলি-আমেরিকান বিলিয়নিয়ার হাইম সাবানের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান বলে খবর প্রকাশ করেছে ইসরায়েলের সংবাদমাধ্যম হারেতজ নিউজ।    হারৎজের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের নিরাপত্তা ও উন্নতির স্বার্থে যুক্তরাষ্ট্রে আসন্ন নির্বাচনে বাইডেনের পক্ষে গত বুধবার অনলাইন প্রচারণা চালানোর সময় প্রিন্স সালমান নিয়ে এসব কথা জানান বিনোদন জগতের মোগল হাইম সাবান।    সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে সৌদি আরবের ভালো সম্পর্ক রয়েছে। এ ছাড়া মুসলিম বিশ্বের অন্যতম দেশটি ইদানিং ইসরায়েল সম্পর্কে অনেকটা শিথিল আচরণ দেখাচ্ছে। এদিকে গত শুক্রবার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ঘোষণা দিয়েছে সুদানও। এ খবর জানানোর দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আশা করছেন সৌদি আরবসহ আরব বিশ্বের অন্যান্য দেশও ইসরায়েলের ব্যাপারে একই সিদ্ধান্ত নেবে।     এদিকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সুদানের জান্তা সরকার সিদ্ধান্ত নেয়ার পর দেশটির ক্ষুব্ধ জনগণ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।শুক্রবার সন্ধ্যায় তারা রাজধানী খার্তুমে সমাবেশ করেন এবং সুদানের সার্বভৌম পরিষদের প্রধান জেনারেল আবদেল ফাত্তাহকে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি প্রত্যাখ্যানের আহ্বান জানান। এ সময় বিক্ষোভকারীরা ইসরাইলের সঙ্গে যেকোনো রকমের আলোচনা, শান্তি ও সম্পর্ক প্রতিষ্ঠার বিরোধিতা করে নানা স্লোগান দেন। তারা বলেন, আমরা আত্মসমর্পণ করব না, এবং ফিলিস্তিনিদের ছেড়ে যাব না। আমরা তাদের পাশেই আছি।” সমাবেশ থেকে বিক্ষোভকারীরা ইসরাইলের পতাকায় আগুন দেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন