জাতীয় পার্টির সব সিদ্ধান্ত নেবেন জি এম কাদের

জাতীয় পার্টির রাজনৈতিক সব সিদ্ধান্ত গ্রহণে দলের চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরকে ক্ষমতা দিয়েছেন দলটির প্রেসিডিয়াম ও সংসদ সদস্যরা। বৃহস্পতিবার (৫ অক্টোবর) জাতীয় পার্টির প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের এক যৌথসভায় জি এম কাদেরকে এই ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত হয়। এ ছাড়া রাজধানীসহ বিভাগীয় শহরে বিভাগীয় কর্মিসভার সিদ্ধান্তও হয়েছে এ সভায়।

এর আগে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ জাতীয় সংসদে বলেন, জাতীয় পার্টি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

গত ২২ আগস্ট সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রওশন এরশাদ নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। আবার সেদিন বিকেলেই তিনি তা অস্বীকার করেন। 

 

জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভা এদিন সকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

সভা পরিচালনা করেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। 

 

সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমীন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য মো. আবুল কাশেম, হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম কিবরিয়া টিপু, আলহাজ সাহিদুর রহমান টেপা, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, মীর আব্দুস সবুর আসুদ, মাহমুদুল ইসলাম চৌধুরী, হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন, এ টি ইউ তাজ রহমান, নাসরিন জাহান রতনা, আব্দুর রশীদ সরকার, আলহাজ শফিকুল ইসলাম সেন্টু, লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, মো. মিজানুর রহমান, সৈয়দ দিদার বখত, নাজমা আখতার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া প্রমুখ।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন