বড়পর্দায় জুটি বাঁধছেন অভিনেতা বনি সেনগুপ্ত ও অভিনেত্রী দর্শনা বণিক। ছবির নাম ‘আড়াই চাল’। পুরোপুরি ভিন্ন ধরনের এই ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক সায়ন বসু চৌধুরি। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা হৃষি রাজ।
ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন রোশনি ভট্টাচার্য এবং আনন্দ চৌধুরী।
৬ বছর আগে কয়েক জন বন্ধুর মধ্যে ঘটে যাওয়া ঘটনা নিয়ে গল্প আবর্তিত হয়। বোধিসত্ত্ব ও তার স্ত্রী প্রিয়াঙ্কার বিবাহবার্ষিকীতে ঋতব্রত ও বাকি বন্ধুরা নিমন্ত্রিত। দেখা হয় ৬ বছর পর।
সেখানে একটা ছোটো রিইউনিয়ন হয় তাদের মধ্যে এবং সেই রাতে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে ছবিটি তৈরি। গল্পে রয়েছে রোমাঞ্চ, প্রেম আরও কত কী!
পরিচালক সায়ন বসু চৌধুরীর কথায়, ‘‘এই প্রথম জুটিতে দেখা যাবে অভিনেতা বনি সেনগুপ্ত ও অভিনেত্রী দর্শনা বণিককে। ছবিতে বনির চরিত্রের নাম বোধিসত্ত্ব ও দর্শনার চরিত্রের নাম প্রিয়াঙ্কা। ছবিতে তাঁদের দু’জনকে স্বামী-স্ত্রী হিসাবে দেখা যাবে।
ছবির প্রতিটি মোড়ে রয়েছে টুইস্ট। ছবিতে বেশ কয়েকটা সুন্দর গান আছে। আশা করছি এই জুটি দর্শকদের ভালবাসা পাবে।’’
ছবিটি মুক্তি পাবে ‘পান্ডে মোশন পিকচার্স’-এর ব্যানারে মুকেশ পান্ডের প্রযোজনায়। আগামী সপ্তাহে কলকাতা শহরে শ্যুটিং শুরু হবে এই ছবির।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন