বাংলাদেশকে হুমকি দিয়ে রাখলেন লিভিংস্টোন

বর্তমান চ্যাম্পিয়নের তকমা নিয়ে বিশ্বকাপ যাত্রার শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। আগের আসরে যাদের হারিয়ে শিরোপা উৎসব করেছিল ইংলিশরা, চলমান বিশ্বকাপের প্রথম ম্যাচে সেই নিউজিল্যান্ডের কাছে রীতিমতো উড়ে গেছে। এই হার কিছুতেই মানতে পারছে না তারা। আগের হারের ক্ষতে প্রলেপ দিতে পরের ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশকে দেখে নেওয়ার হুমকি ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টনের।

 

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের সঙ্গে আলাপে লিভিংস্টোন বলেছেন, ‘একটা ম্যাচ দিয়ে একটা টুর্নামেন্ট বিবেচনা করা যাবে না। আমাদের এই দলটার একটা বিষয় খুব ভালো যে যখন আমরা কোনো ম্যাচ হেরে যাই তখন আমরা আরো বেশি আক্রমণাত্মক হয়ে যাই। মঙ্গলবার (বাংলাদেশের বিপক্ষে) আমাদের এমনটা করার সুযোগ আছে।’

মঙ্গলবার বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচটি হবে ধর্মশালায়।

সেখানে খুব বেশি না হলেও আইপিএল ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে লিভিংস্টোনের। সেই অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে লিভিংস্টোন বলেন, ‘সেখানে বাউন্ডারি এতটা বড় নয়। সেই সঙ্গে আমাদের লাইন আপে যে শক্তি আছে তাতে এটা আমাদের জন্য আরো ভালো হবে।’

জিবিডেস্ক //

 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন