আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য বিশ্বকাপের সম্পূর্ণ ম্যাচ ফি দিয়ে দেবেন বলে ঘোষণা দিয়েছেন দেশটির তারকা ক্রিকেটার রশিদ খান। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ ভূমিকম্পের ফলে ক্ষতিগ্রস্ত কিছু ছবি শেয়ার করে রশিদ লিখেছেন, ‘আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশে (হেরাত, ফারাহ ও বাদঘিস) ভূমিকম্পের মর্মান্তিক পরিণতি আমি অত্যন্ত দুঃখের সাথে জানতে পেরেছি। ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করার জন্য আমি আমার ২০২৩ বিশ্বকাপের সমস্ত ম্যাচ ফি দান করছি।’
একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল গঠনের কথা জানিয়েছেন রশিদ, ‘শীঘ্রই, আমরা একটি তহবিল সংগ্রহ শুরু করব।
যারা মানুষকে সাহায্য করতে পারে তাদের আহ্বান জানাই।’
আফগানিস্তানে এই ভূমিকম্পে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৯ হাজারের বেশি মানুষ। হেরাত প্রদেশের রাজধানী থেকে ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে রিখটার স্কেলে ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন