বাংলাদেশের বিপক্ষে খেলবেন না স্টোকস!

দলের সঙ্গে অনুশীলনে এলেন ঠিকই, তবে ব্যাট-বল হাতে নিয়ে দেখলেন না বেন স্টোকস। আজ দুপুরে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) স্টেডিয়ামে অনুশীলনের পুরোটা সময়ই ট্রেনার আর ফিজিওর সঙ্গে পড়ে থাকলেন এই ইংলিশ অলরাউন্ডার। দৌড়ালেন, করলেন নানা ড্রিলও। নিউজিল্যান্ডের বিপক্ষে এই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও তাঁকে বিশ্রামেই রাখা হয়েছিল।

চোটপ্রবণ এই ক্রিকেটারকে ঝুঁকিমুক্ত রাখতে সম্ভবত বাংলাদেশের বিপক্ষেও খেলাবে না ইংল্যান্ড। সম্ভাব্য এই সিদ্ধান্তের কারণ এই স্টেডিয়ামের বাজে আউটফিল্ড।

 

সামনে আরো মহাগুরুত্বপূর্ণ ম্যাচে স্টোকসের সার্ভিস পাওয়ার আশায় তাঁর বিশ্রাম দীর্ঘায়িতই করে দিচ্ছে ইংলিশ শিবির। সরাসরি তা জানার সুযোগ ছিল না কারণ আজ জনি বেয়ারস্টোর সংবাদ সম্মেলনে বিশ্বকাপ কাভার করতে আসা ব্রিটিশ সাংবাদিক ছাড়া আর কারোরই প্রবেশাধিকার ছিল না।

 

সেখানে উপস্থিত দ্য গার্ডিয়ান পত্রিকার সাংবাদিক সাইমন বার্নটন বাংলাদেশের বিপক্ষে স্টোকসের না খেলার কথা জানাতে গিয়ে বলছিলেন, ‘আফগানিস্তান দলের (ইংলিশ) কোচ জোনাথন ট্রট বাংলাদেশ ম্যাচের পর বাজে আউটফিল্ড নিয়ে ইংল্যান্ড দলের কোচদের টেক্সট করেছেন। সামনে আরো অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় চোটপ্রবণ স্টোকসকে তাই এরকম মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলানোর ঝুঁকি নিতে চাইছে না ইংলিশ টিম ম্যানেজমেন্ট।’

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন