অস্ট্রেলিয়া-উইন্ডিজের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ স্থগিত করা হয়েছে। উইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে অজি বোর্ড।
অস্ট্রেলিয়ার মাটিতে ৪, ৬ ও ৯ অক্টোবর ম্যাচ তিনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে এই সিরিজ খেলার আয়োজন করেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন উইন্ডিজ।
তবে, বিশ্বকাপ পিছিয়ে যাওয়ায় সেই সিরিজ এখন আর খেলার পক্ষে নয় তারা। তাই করোনা মহামারীর কথা চিন্তা করে দুই বোর্ডের আলোচনা সাপেক্ষে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হয়েছে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ।
সিরিজ স্থগিতের আরও একটি কারণ হচ্ছে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ইন্ডিয়ান ক্রিকেট লিগ- আইপিএল। দুই দেশের অনেক ক্রিকেটার খেলেন আইপিএলে। ফলে টি-টোয়েন্টি সিরিজ স্থগিত হওয়ার পক্ষে ছিলেন দু'দেশের ক্রিকেটাররাও।
এখন সিরিজটি স্থগিত হওয়ায় নির্বিঘ্নে আইপিএলে অংশ নিতে পারবেন দু'দলের খেলোয়াড়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন