যুদ্ধের জন্য ফুটবল খেলবে না ফিলিস্তিন

হামাসের হামলা, তারপর ইসরাইলের পালটা আঘাত। তাতে ফিলিস্তিন ও ইসরাইলে এখন বইছে রক্ত গঙ্গা। আনুষ্ঠানিক ঘোষণাও এসেছে যুদ্ধের। যা প্রভাব ফেলছে ফুটবলে।

ইসরাইলে দুই সপ্তাহের জন্য সব ধরণের ফুটবল বন্ধের ঘোষণা দিয়েছে উয়েফা। এবার আমন্ত্রণমূলক একটি টুর্নামেন্ট থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছে ফিলিস্তিন। মালয়েশিয়ায় অনুষ্ঠেয় মারদেকা কাপে অংশ নিচ্ছে না দেশটি।

 

মালয়েশিয়া ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

ফেডারেশনটি জানিয়েছে,'ফিলিস্তিন দল নাম প্রত্যাহার করে নিয়েছে। কারণ এই অবস্থায় তারা মালয়েশিয়ায় আসতে পারবে না।'

 

চার দলের এই টুর্নামেন্টে আগামী শুক্রবার সেমিফাইনালে তাজিকিস্তানের বিপক্ষে খেলার কথা ছিল ফিলিস্তিনের। তারা অংশ না নেওয়ায় ওয়াক ওভার পেয়ে সরাসরি ফাইনাল খেলবে তাজিকিস্তান।

অন্য সেমিতে মুখোমুখি হবে মালয়েশিয়া ও ভারত।

 

আগামী নভেম্বরে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে ফিলিস্তিন। সেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, লেবানন ও বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচের জয়ী দল। তাহলে কি ফিলিস্তিনের বিশ্বকাপ বাছাই খেলাও অনিশ্চিত হয়ে গেল!

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন