ফুটবলই ছেড়ে দিলেন হ্যাজার্ড

মাত্র ৩২ বছর বয়সে পেশাদার ফুটবল ছাড়ার ঘোষণা দিলেন ইডেন হ্যাজার্ড। এর আগে কাতার বিশ্বকাপের পর বেলজিয়াম জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। এখন সব ধরনের ফুটবল থেকেই নিজেকে সরিয়ে নিলেন এই ফরোয়ার্ড।

এই মৌসুমের রিয়াল মাদ্রিদের সঙ্গে তার চুক্তি শেষ হয়।

স্প্যানিশ ক্লাব ছাড়ার পর নতুন কোনো ক্লাবে চুক্তি করেননি আর। ২০১৯ সালে চেলসি থেকে রিয়াল মাদ্রিদে নাম লেখান তিনি। কিন্তু অফফর্ম ও চোটের কারণে মাদ্রিদে নিজেকে মেলে ধরতে পারেনি।

 

গত জুন থেকেই মুক্ত খেলোয়াড় হিসেবে ছিলেন হ্যাজার্ড।

অবসরের ঘোষণায় তিনি বলেছেন, ‘অবশ্যই আপনাকে মনের কথা শুনতে হবে এবং সঠিক সময়ে থামতে হবে। ১৬ বছরের ক্যারিয়ারে ৭০০টির বেশি ম্যাচের পর পেশাদার ফুটবল শেষের সিদ্ধান্ত নিয়েছি।’

 

রিয়ালের জার্সিতে চার বছরে মাত্র ৭৬ ম্যাচে মাঠে নামার সুযোগ পান হ্যাজার্ড। গোল করেছেন মাত্র সাতটি।

জিতেছেন একটি চ্যাম্পিয়নস লিগ, দুটি লা লিগা, একটি ক্লাব বিশ্বকাপসহ ইউরোপিয়ান সুপার কাপ, কোপা দেলরের শিরোপা। 

 

২০০৭ সালে ফরাসি ক্লাব লিলে দিয়ে পেশাদার ক্যারিয়ারের যাত্রা শুরু হ্যাজার্ডের। ২০১২ সালে ইংলিশ ক্লাব চেলসিতে নাম লেখান তিনি। সাত মৌসুমে ব্লুদের হয়ে ৩৫২ ম্যাচে গোল করেন ১১০টি। চেলসিতেই ক্যারিয়ারের সেরা সময় পার করেছেন তিনি।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন