কিছুদিন আগেই শুরু হয়েছে তারকায় ঠাসা ‘সিংহাম এগেইন’ সিনেমার শুটিং। ১৬ সেপ্টেম্বর সামাজিক মাধ্যমে সিনেমাটির শুটিং উপলক্ষে পুজার আয়োজন করা হয়। সামাজিক মাধ্যমে সেই পুজার ছবি শেয়ার করে ‘সিংহাম এগেইন’-এর শুটিং শুরুর খবর দিয়েছেন পরিচালক রোহিত শেঠি। পুজায় উপস্থিত ছিলেন অজয় দেবগন ও রণবীর সিং সহ সিনেমার কলাকুশলীরা।
অক্ষয় কুমার তখন উপস্থিত ছিলেন না। তবে উপস্থিত না থাকার কারণে তিনি আক্ষেপও প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে। সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ থেকে অক্ষয় কুমারও তাদের সাথে যোগ দিয়েছেন ।
‘সিংহাম এগেইন’-এ এবার তারকাদের মিলনমেলা দেখা যাবে।
নিজের কপ ইউনিভার্সের সব তারকাকে একজোট করতে যাচ্ছেন রোহিত শেঠি। ‘সিম্বা’ তারকা রণবীর সিংয়ের মতোই ‘সূর্যবংশী’ থেকে বীর সূর্যবংশীর ভূমিকায় অভিনয় করবেন অক্ষয় কুমার।
‘সিংহাম এগেইন’-এ ফের একসঙ্গে দেখা যাবে তিন তারকাকে
পিঙ্কভিলার প্রতিবেদন থেকে জানা গেছে, ‘অক্ষয় কুমার ইতোমধ্যেই হায়দ্রাবাদে রোহিত শেঠির ‘সিংহাম এগেইন’-এর শুটিং সেটে পৌঁছেছেন। আজ থেকে তিনি সপ্তাহব্যাপী শিডিউলের শুটিং শুরু করবেন।
অজয় দেবগন, কারিনা কাপুর খান ও রণবীর সিং এরই মধ্যে হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে বহু প্রতীক্ষিত সিনেমার শুটিং শুরু করেছেন। সিনেমাটিতে বিশেষ আকর্ষণ হিসেবে দীপিকা পাড়ুকোনও থাকছেন। তাকে অজয় দেবগনের বোনের ভূমিকায় দেখা যাবে বলে জানা গেছে। পুলিশ নির্ভর এই চলচ্চিত্রটিকে বাস্তবিক চিত্রে তুলে ধরতে চেষ্টার কোনো কমতি রাখছে না নির্মাতারা।
সম্প্রতি অক্ষয় কুমারকে ‘মিশন রাণিগঞ্জে’ দেখা গেছে।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন