ব্রিটেনে সর্বনিম্ন মজুরি বাড়বে /বেনিফিটে কড়াকড়ি আরোপ হবে

ব্রিটেনে সর্বনিম্ন মজুরি বাড়ছে। সোমবার কনজারভেটিভ পার্টির সম্মেলনে চ্যান্সেলর জেরেমি হান্ট ন্যূনতম মজুরি বৃদ্ধির ঘোষণা দেন। ২৩ বছর এবং তদূর্ধ্ব বয়সের কর্মীদের ন্যূনতম মজুরি বর্তমানে ঘণ্টাপ্রতি ১০ পাউন্ড ৪২ পেন্স। আগামী এপ্রিল মাস থেকে ঘণ্টা প্রতি এই মজুরী বাড়িয়ে ১১ পাউন্ড করা হবে।

ট্যাক্স হ্রাসের দাবি তিনি উপেক্ষা করেন চ্যান্সেলর। আগামী বছর অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের আগে কনজারভেটিভ পার্টির এমপিরা ট্যাক্স কমানোর হ্রাসের আহবান জানাচ্ছেন। কিন্তু কর হ্রাসের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন জেরেমি হান্ট। তিনি বরং প্রধানমন্ত্রী ঋষি সুনাকের লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা করছেন; অর্থাৎ মূল্যস্ফীতির হার অর্ধেকে নামিয়ে আনা ওপর জোর দিচ্ছেন।

এদিকে সর্বনিম্ন মজুরী ঘোষণার পাশাপাশি, মিঃ হান্ট বলেন, কাজ করার সক্ষমতা না থাকার কারণে যারা বেনিফিটে আছেন, তাদেরকেও কাজ খুঁজতে চাপ দেয়া হবে। চ্যান্সেলর উদ্বেগের সাথে বলেন, মহামারির পর থেকে কিছু কিছু বিষয় উল্টো দিকে দৌড়াচ্ছে। প্রতি বছর প্রায় ১ লাখ মানুষ কাজ ছেড়ে দিয়ে বেনিফিটের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন। বেনিফিট থেকে কাজে ফিরিয়ে আনার নতুন পদ্ধতি কী হবে, তার বিস্তারিত প্রকাশ করেননি চ্যান্সেলর। তবে নভেম্বর মাসে মধ্যবর্তী বাজেট ঘোষণায় এর বিস্তারিত জানানো হবে। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে এমন সংবাদ পাওয়া যাচ্ছে, যেখানে বলা হচ্ছে, জব সেন্টারের নির্দেশনা ভঙ্গ করলে লম্বা সময়ের জন্য বেনিফিটের নতুন আবেদন করতে পারবেন না বিধি ভঙ্গকারী।

কনজারভেটিভ পার্টির সম্মেলনে রবিবার আলাদা একটি ইভেন্টে, ওয়ার্ক অ্যান্ড পেনশনস সেক্রেটারি মেল স্ট্রাইড বলেছেন সরকার ইতিমধ্যেই কর্মক্ষমতা যাচাইয়ের নতুন মূল্যায়ন পদ্ধতি প্রণয়নের কাজ করছে। আধুনিক এই সময়ে ঘর থেকেও কাজ করার নানা সুযোগ রয়েছে। ঘর থেকে হলেও কাজ করতে উৎসাহিত করবে সরকার।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন