উপমহাদেশে বিশ্বকাপ অথচ কোনো উদ্বোধনী অনুষ্ঠানই হলো না! বলিউড তারকাদের ভিড়ে কি না একদম সাদামাটাভাবে শুরু হলো বিশ্ব শেষ্ঠত্বের লড়াই। তবে এবার সেই আক্ষেপে প্রলেপ দেওয়ার ভাবনা আয়োজক দেশের। ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচের আগে কনসার্টের আয়োজন করেছে বিসিসিআই।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবর, বিশ্বকাপ শুরুর আগে ভারতীয় বোর্ডের তরফ থেকে গোল্ডেন টিকিট পাওয়া অমিতাভ বচ্চন, রজনীকান্ত, শচীন টেন্ডুলকারদের উপস্থিতিতে ম্যাচের আগে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গাইবেন অরিজিত সিং।
এর বাইরেও অনেক ভিআইপি হাজির হবেন সেদিন।
ভারত-পাকিস্তান মাঠের লড়াই শুরু হবে ১৪ অক্টোবর স্থানীয় সময় দুপুর ২টায়। তার আগে আধাঘণ্টার এই কনসার্ট শুরু হবে দুপুর ১২টা ৪০ মিনিট চলবে ১টা ১০ মিনিট পর্যন্ত। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন সচিব অনিল প্যাটেল আরো জানিয়েছেন, দুই দলকে মাঠে নিয়ে যাওয়ার জন্য মাসকট হিসেবে শিশুরাও থাকবে।
এত দিন পাকিস্তানি সাংবাদিকদের ভারতে বিশ্বকাপ কাভারের জন্য ভিসা জটিলতা থাকলেও এই ম্যাচ উপলক্ষে পাকিস্তানের ২০-২৫টি মিডিয়াকে আহমেদাবাদে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফ মাঠে উপস্থিত থাকবে বলে জানা গেছে।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন