‘তৈরি হয়ে যাও’, টাইগার সালমানের নতুন বার্তা

ভারতে ‘জওয়ান’ ঝড় এখন শান্ত হচ্ছে। একমাসের বেশি সময় ধরে প্রেক্ষাগৃহে রীতিমতো তাণ্ডব চালিয়ে বিশ্বব্যাপী ১১০০ কোটির বেশি আয় করে নিয়েছে শাহরুখ খানের জওয়ান। দীর্ঘদিন ধরেই শাহরুখকে মারকাটারি চরিত্রে দেখার আক্ষেপ অবশেষে মিটেছে দর্শকদের। শাহরুখের জওয়ানকে তুমুল সফল করে দিয়েছে অনুরাগীরা।

এবার পালা সালমান খানের। তার আসন্ন চলচ্চিত্র ‘টাইগার ৩’ নিয়ে ইতোমধ্যেই চলছে তুমুল হাইপ। কিছুদিন আগেই সিনেমাটির ফার্স্ট লুক টিজার প্রকাশ করেন নির্মাতারা। এরপর থেকে টাইগারকে ঘিরে প্রত্যাশার পারদ তুঙ্গে।

এবার নিজের আসন্ন সিনেমার আরেকটি পোস্টার শেয়ার করলেন সালমান খান।

 

সালমান খান তার আসন্ন ছবি ‘টাইগার ৩’-এর একটি নতুন পোস্টার উন্মোচন করেছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে অভিনেতার অনেক ভক্ত তাকে ‘টাইগার ৩’ থেকে তার চরিত্রের একটি একক পোস্টার প্রকাশ করার জন্য অনুরোধ করেছিলেন এবং তিনি তাদের ইচ্ছা পূরণ করেছেন। এই সর্বশেষ পোস্টারটি বুধবার (১১ অক্টোবর) শেয়ার করেছেন সালমান খান।

পোস্টারে সালমান খানকে বেশ রুক্ষ লুকে দেখা গেছে।

 

 

সালমান খানের শেয়ার করা নতুন পোস্টারে তাকে একটি বন্দুক হাতে দেখা গেছে। পরনে ছিল জ্যাকেট, কালো প্যান্ট এবং কাঁধে ছিল তার আইকনিক সাদা-কালো স্কার্ফ। সিনেমাটিতে তিনি অবিনাশ সিং রাঠোর ওরফে টাইগারের ভূমিকায় অভিনয় করছেন। পোস্টারটি শেয়ার করে সালমান ক্যাপশনে লিখেছেন, ‘টাইগারের ট্রেলার আসছে ১৬ অক্টোবর।

তৈরি হয়ে যাও। এই দীপাবলিতে সিনেমা হলে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে টাইগার ৩।’

 

সালমান খানের নতুন পোস্টার ও ১৬ অক্টোবর ট্রেলার মুক্তির ঘোষণা ভক্তদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। 

সাম্প্রতিক সময়ে বক্স অফিসে মোটেই ভালো সময় কাটছে না ভাইজানের। দীর্ঘ সময় ধরে ব্লকবাস্টারের মুখ দেখেননি সালমান। সুলতানের পর সেই অর্থে ‘অল টাইম ব্লকবাস্টার’ সিনেমা দর্শকদের উপহার দেননি সালমান খান। তার সর্বশেষ চলচ্চিত্র ‘কিসি কা ভাই কিসি কি জান’ ১০০ কোটিতেই আটকে গেছে। তবে ‘পাঠান’-এ টাইগার সালমানের ক্যামিও উপস্থিতি মুগ্ধ করেছে দর্শকদের। এবার নিজের সিনেমায় ফিরছেন টাইগার। তাই ভক্তদের প্রত্যাশাও এখন আকাশ সমান।

মণীশ শর্মা পরিচালিত সিনেমাটিতে আরো অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি।  সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে ‘পাঠান’ শাহরুখের উপস্থিতি। শাহরুখ খান এতে ক্যামিও হিসেবে হাজির থাকবেন।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন