মিত্রদের কাছে আরো অস্ত্র সাহায্য চাইলেন জেলেনস্কি

gbn

আসন্ন শীতকালজুড়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে টিকে থাকতে মিত্রদের প্রতি অস্ত্র সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। গত বছরের ফেব্রুয়ারিতে দেশটিতে রুশ আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো সামরিক জোট ন্যাটোর সদর দপ্তর সফরে গিয়ে গতকাল তিনি এ আহ্বান জানান। ইসরায়েলে হামাসের আকস্মিক হামলা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ থেকে ইউক্রেনের অন্যতম মিত্র যুক্তরাষ্ট্র মনোযোগ সরিয়ে নিতে পারে—এই আশঙ্কার মধ্যে জেলেনস্কি ন্যাটো মিত্রদের কাছে সহায়তা চাইলেন। তাঁর প্রত্যাশিত অস্ত্র সরঞ্জামের মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষা, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ।

 

মিত্র দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠকের আগে ন্যাটোপ্রধান জেনস স্টলটেনবার্গের উপস্থিতিতে জেলেনস্কি বলেন, ‘আগামী শীতকালজুড়ে লড়াইয়ে কিভাবে টিকে থাকা যায়, সেটিই এখন বড় বিষয়।  এখন মিত্রদের কাছ থেকে আমাদের কিছু সহযোগিতা প্রয়োজন। এ জন্যই এখানে আসা।’মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন রাশিয়ার সম্ভাব্য শীতকালীন আক্রমণ থেকে ইউক্রেনকে সহযোগিতা করার জন্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রসহ ২০ কোটি ডলার মূল্যের অস্ত্রের নতুন প্যাকেজ ঘোষণা করেছেন।

বৈঠকে মার্কিন  প্রতিরক্ষামন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র বরাবর ইউক্রেনের সঙ্গে থাকবে। মিত্রদের উদ্দেশে জেলেনস্কি আরো বলেন, ‘প্রিয় বন্ধুরা, শীতকালের লড়াইয়ে শত্রুদের বিরুদ্ধে আমাদের অবশ্যই জিততে হবে।’

 

চীনের কাছ থেকে স্যাটেলাইট কিনেছে ওয়াগনার

এদিকে ইউক্রেনে রুশ আগ্রাসন আরো জোরদারের উদ্দেশ্যে গোয়েন্দা নজরদারি বাড়াতে চীনের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে দুটি স্যাটেলাইট কেনার চুক্তি করেছে রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপ। গত বছরের ১৫ নভেম্বর উভয় পক্ষের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

আনুষঙ্গিক ব্যয়সহ তিন কোটিরও বেশি ডলার দামে সাবেক ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের নিকা-ফ্রুট প্রতিষ্ঠান স্যাটেলাইট দুটি কেনে। 

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন