ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন কুইন্টন ডি কক। এবারের বিশ্বকাপে টানা দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯০ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন তিনি। অজি পেসারদের সামনে বুক চিতিয়ে ব্যাট করছেন ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নামা এই ব্যাটার।
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৪ বলে করেছিলেন শতরান।
ডি ককের সেঞ্চুরিতে ভর করে বড় সংগ্রহের পথে এগোচ্ছে প্রোটিয়ারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৩১ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৭৭ রান। ৯৬ বলে আট চার ও পাঁচটি ছক্কায় ১০৪ রানে অপরাজিত আছেন ডি কক।
গত দুই বিশ্বকাপে ১৭ ম্যাচ খেলেও কোনো সেঞ্চুরি করতে পারেননি তিনি। এবার শুরুর দুই ম্যাচেই সেঞ্চুরি করলেন এই উইকেটরক্ষক ব্যাটার।
লখনউতে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। অধিনায়ক টেম্বা বাভুমাকে নিয়ে দারুণ শুরু এনে দেন ডি কক।
দুজনে মিলে গড়েন ১০৮ রানের উদ্বোধনী জুটি। ৫৫ বলে ৩৫ রান করে ফেরেন বাভুমা। আগের ম্যাচে সেঞ্চুরি করা ভান ডার ডুসেন ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি। ৩০ বলে দুই চারে ২৬ রানে অ্যাডাম জাম্পার বলে ফিরে যান। এইডেন মারক্রামকে নিয়ে ব্যাট করছেন ডি কক।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন