গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে ৫০ শতাংশেরও বেশি নারী ও শিশু। শহরের আল-শিফা হাসপাতালের পরিচালকের বরাত দিয়ে বৃহস্পতিবার আল অ্যারাবিয়া এ তথ্য জানিয়েছে।
এ ছাড়া গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছে মন্তব্য করে পরিচালক বলেন, হাসপাতাল আর আহত ব্যক্তিদের গ্রহণ করতে পারবে না। বিদ্যুৎবিভ্রাট আরো অনেকের মৃত্যুর কারণ হবে বলেও সতর্ক করেছেন তিনি।
সেই সঙ্গে চিকিৎসা সরঞ্জাম সরবরাহের জন্য নিরাপদ পথ খোলার আহ্বান জানান তিনি।
এদিকে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরসি) জ্যেষ্ঠ কর্মকর্তা ফ্যাব্রিজিও কার্বোনি বলেছেন, গাজার মানবিক পরিস্থিতি ‘খুব দ্রুত নিয়ন্ত্রণের অযোগ্য’ হয়ে উঠবে।
শনিবার ইসরায়েলে হামাস হামলা শুরু করে। এখন পর্যন্ত সেখানে প্রায় এক হাজার ৩০০ মানুষ নিহত হয়েছে।
অন্যদিকে গাজায় কর্মকর্তারা ইসরায়েলি প্রতিশোধমূলক হামলায় এক হাজার ৩০০ জনেরও বেশি লোক নিহত হওয়ার কথা জানিয়েছেন।
সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল গাজাকে ‘সম্পূর্ণ অবরোধ’ ঘোষণা করেছে। পানি, জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডের একমাত্র বিদ্যুৎকেন্দ্রটি জ্বালানি ফুরিয়ে যাওয়ার পর বুধবার বন্ধ হয়ে যায়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন