ইউরোপিয়ান পার্লামেন্টকে বাংলাদেশ বিষয়ে স্টেইটমেন্ট দেয়ার আগে ভুল তথ্য যাচাই করার আহ্বান জানালো স্টাডি সার্কেল ইউকে

আ স ম মাসুম, ব্রাসেলস থেকে

ইউরোপীয়ান পার্লামেন্টে ‘বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং মানবাধিকার সম্পর্কে বিভ্রান্তিমুলক প্রচারনা মিশন - সঠিক তথ্য জেনে নেই’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর , বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয়ান পার্লামেন্টের সদস্যে মাক্সিমিলিয়ান ক্রাহের আমন্ত্রনে পার্লামেন্টের একটি কক্ষে এই সেমিনারে প্রধান বক্তা ব্রিটিশ রাজনৈতিক বিশেষজ্ঞ ক্রিস ব্ল্যাকবার্ন বলেন, অধিকারের মতো একটি এনজিওর ভুল তথ্য দিয়ে বাংলাদেশের অনেক প্রধান গনমাধ্যম ফ্যাক্ট চ্যাক না করেই সংবাদ প্রকাশ করেছে। ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে বাংলাদেশে নাশকতা ছড়ানোর চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ হচ্ছে রক্ত, বন্যা , জংগীবাদ, প্রাকৃতিক যুদ্ধের ভেতর দিয়ে গড়ে উঠা একটি দেশ যে দেশ এখন সারা বিশ্বে রুল মডেল হতে পারে।  ১৯৭১ সালের আগে বাংলাদেশ ছিলো একটি ‘ রাবিশ কান্ট্রি’, সেই বাংলাদেশ এখন উন্নয়নের অগ্রযাত্রায় ভূমিকা রাখছে।

সেমিনারে সভাপতিত্ব করেন স্টাডি সার্কেল সভাপতি সৈয়দ মোজাম্মেল আলী। 

ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য  ম্যাক্সিমিলিয়ান ক্রাহ এম ই পি বলেন, ১০/১২ বছর আগে বাংলাদেশ নিয়ে অনেক কটাক্ষমূলক নিউজ হতো। এখন সেই বাংলাদেশ অনেক দেশের জন্য উদাহরণ। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন , মানবাধিকার চর্চা, শান্তিপূর্ণ নির্বাচন, দেশের উন্নয়ন, আর্মিকে ব্যারাকে রাখার মতো কাজগুলোর জন্য দক্ষিন এশিয়ার রুল মডেল হিসাবে পরিণত হয়েছে।

সৈয়দ মোজাম্মিল আলী বলেন, সাম্প্রতিক সময়ে দেখা যায় অনেক বড় গনমাধ্যম বাংলাদেশ নিয়ে ভুল তথ্য দিয়ে অনেক নেগেটিভ সংবাদ প্রকাশ ও প্রচার করে। এর পেছনে একমাত্র কারন হচ্ছে কিছু মানুষ বর্তমান সরকারকে পছন্দ করেনা। বাংলাদেশ বর্তমানে বিশ্বের ৩৭ তম বৃহত্তম অর্থনীতির দেশ, বাংলাদেশের জিডিপির গ্রোথ অনেক ওয়েষ্টার্ন দেশের চেয়ে দ্রুত ও বেশী। এইসব সংবাদ কিন্তু প্রকাশ করা হয়না। অধিকারের আদিলুর রহমান নিয়ে এই ইউরোপিয়ান পার্লামেন্টে কথা হয়েছে মানবাধিকার লংঘন হচ্ছে বলে। অথচ তার শাস্তি হয়েছে দেশের ভেতরে নাশকতা ছড়ানোর অভিযোগ প্রমানিত হওয়ায়। তার দেয়া ভুল তথ্য দিয়ে বিবিসিরমতো গনমাধ্যম ভুল সংবাদ প্রকাশ করেছে। তিনি ইউরোপিয়ান পার্লামেন্টকে অনুরোধ করেন, যেকোন স্টেইটমেন্ট দেয়ার আগে সেই তথ্যগুলো যাচাই করে নেয়ার জন্য।

মানবাধিকার বিশেষজ্ঞ আইনজীবি ড. রায়হান রশীদ বলেন, ভুল তথ্য মানুষকে ভুল পথে ধাবিত করে। ভুল তথ্য কিভাবে গনহত্যার দিকে নিতে পারে সেটার জন্য রোয়ান্ডা আর মায়ানমারের গনহত্যা দেখলেই বুঝা যায়। ইউরোপিয়ান পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে যা আলোচনা হয় তারমধ্যে অনেক ভুল তথ্য থাকে। এগুলো যাচাই বাছাই না করেই আলোচনা করা হয়, মন্তব্য করা হয়। এইসব ভুল তথ্য ছড়ানোর পেছনে দুটি বিষয় অনুসন্ধান প্রয়োজন । এসবের পেছনে কি কোন ধরনের লবিং মানি ব্যবহার করা হয়? অথবা এইসব ভুল তথ্য ছড়িয়ে দেয়ার পেছনে কি উদ্দেশ্য থাকতে পারে? বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ভুল তথ্য দেয়া হচ্ছে। এগুলো যাচাই বাছাই করার দায়িত্ব ইউরোপিয়ান পার্লামেন্টের।

এছাড়াও সেমিনারে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  আব্দুল আহাদ চৌধুরী, বেলজিয়াম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাংগীর চৌধুরী রতন , যুক্তরাজ্য স্টাডি সার্কেলের কো-অর্ডিনেটর  জামাল আহমেদ খান, গৌরবের ৭১ এর সভাপতি ব্যারিষ্টার ইমরান আহমেদ জনি।

এছাড়া সেমিনারে উপস্থিত ছিলেন বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন