ইসরায়েলের ইতিহাসে ঘটা এখন পর্যন্ত সবচেয়ে কঠিন জিম্মি পরিস্থিতির সম্মুখীন। গত শনিবার দক্ষিণ ইসরায়েলে হামলা চালায় হামাস। হামাসের বন্দুকধারীরা ইসরায়েলে অনুপ্রবেশ ঘটায়। ইসরায়েল থেকে তারা অন্তত ১৫০ জনকে জিম্মি করে গাজার অভ্যন্তরে গোপন স্থানে রেখেছে বলে ধারণা করা হচ্ছে।
তাদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধও রয়েছেন।
এর আগে ইসরায়েল কোনো সতর্কতা ছাড়ায় গাজায় বিমান হামলা চালায়। এতে বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এমনটা চলতে থাকলে হামাস জিম্মিদের হত্যা করবে বলে ইসরায়েলিদের হুমকি দিয়েছিল।
ইসরায়েলি সংবাদমাদ্যম বলছে, গাজায় অভিযান চালিয়ে নিখোঁজ হওয়া কয়েকজনের মৃতদেহ ও জিনিসপত্র পাওয়া গেছে। এই ঘটনায় ইসরায়েলের সরকার দ্বিধায় পড়ে গেছে। জিম্মিদের জন্য সশস্ত্র উদ্ধার অভিযান চালানো ঝুঁকিপূর্ণ হবে কি না? অথবা হামাস দুর্বল হওয়ার জন্য আরো সময় অপেক্ষা করবে কি না?
মাইকেল মিলস্টেইন ২০ বছর ইসরায়েলি সামরিক গোয়েন্দা বিভাগে কাজ করেছেন। বিবিসির নিরাপত্তা সংবাদদাতা ফ্রাঙ্ক গার্ডনারকে তিনি বলেছেন, ‘কোনো প্রশ্ন ছাড়াই ইসরায়েল তার ইতিহাসে সবচেয়ে কঠিন জিম্মি পরিস্থিতির সম্মুখীন হয়েছে।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন