ব্রিটেনে ফিলিস্তিন ও ইসরায়েল পতাকা ওড়ানো নিয়ে উত্তাপ

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গত শনিবার ইসরায়েলে নজিরবিহীন হামলা চালানোর পর জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েলও।দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘাতে ইতিমধ্যে হাজারো মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলে নিহতের সংখ্যা ১ হাজার ৩০০। গাজায় ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩০০–তে। ফিলিস্তিনের সংগঠন হামাসের হামলায় ইসরায়েলে থাকা বেশ কয়েকজন বিদেশি নিহত হয়েছেন। অনেকে আহত হয়েছেন। অনেককে আবার জিম্মি করা হয়েছে। নিহত এবং আহতদের মধ্যে ব্রিটিশ নাগরিকদের আত্মীয়-স্বজনও রয়েছেন। ফিলিস্তিনের ক্ষেত্রেও একই বাস্তবতা। গাজায় আটকে পড়েছেন ব্রিটিশ নাগরিদের অনেক আত্মীয়-স্বজন। শান্তি প্রতিষ্ঠার দাবিতে লন্ডন সহ ব্রিটেনের বিভিন্ন শহর ও নগরে সমাবেশের আয়োজন করা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে অতি উৎসাহী আচরণও দেখা যাচ্ছে।

লন্ডনে গত সোমবার ডাউনিং স্ট্রীটের বাইরে ‘বোর্ড অফ ডেপুটিজ অফ ব্রিটিশ জুজ’ এর উদ্যোগে ইজরায়েলে নিহত ও আহতদের স্মরণে এক স্মরণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নর্থ লন্ডনের গোলডারস গ্রিন এলাকায় ইহুদী সম্প্রদায়ের উল্লেখযোগ্য সংখ্যক মানুষের বসবাস। এই এলাকার একটি রেল ব্রিজের গায়ে প্যালেস্টাইন সমর্থিত গ্রেফিটি এঁকে দিয়ে যায় ক্যা বা কারা। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিস এটিকে হেইট ক্রাইম হিসেবে বিবেচনায় নিয়ে তদন্ত করছে। গোলডারস গ্রিন এলাকায় একটি কোশার রেস্টুরেন্ট ভাংচুর করে ক্যাশ বাক্স চুরি হয়েছে। তবে মেট্রোপলিটন পুলিস এই ঘটনাকে হেইট ক্রাইম মনে করছেনা। তবে এই ঘটনা উদ্বেগ সৃষ্টি করেছে।
এদিকে লন্ডনের এজওয়্যার রোড এলাকায় আরব অঞ্চলের মানুষের বসবাস। এখানকার চার্চ স্ট্রীট মার্কেটের সবজি ব্যবসায়ী তৌফিক গাজা-ইজরাইল পরিস্থিতিতে অত্যন্ত উদ্বিগ্ন। কারণ সেখানে তাঁর আত্মীয়-স্বজন আছেন।
ডক্টর আতিফ এর জন্ম গাজায়। বিশ বছর আগে তিনি লন্ডনে আসেন।
১৯৯৯ সালে লন্ডনে আসেন লেবাননের শেফ হাজা খলিল। তিনি এই সংঘাতের ইতি দেখতে চান।
লন্ডন মেয়র সাদিক খান হামাসের হামলার নিন্দা জানিয়েছেন।
এদিকে লীডসের মিলেনিয়াম স্কয়ারে ইজরাইলের সমর্থনে স্থানীয় ইহুদী সম্প্রদায় এক শান্তি সমাবেশ এর আয়োজন করে বুধবার।

এদিকে মঙ্গলবার বিকেলে শেফিল্ড টাউন হলের উপরে ওড়ানো ইজরায়েলের পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে দেন দুই প্রতিবাদী ব্যাক্তি। এই ঘটনায় শেফিল্ড কাউন্সিল সহনশীল আচরণের আহবান জানিয়েছে। রদারহাম টাউন হলের উপর থেকেও ইজরায়েলের পতাকা নামিয়ে ফেলার ঘটনা ঘটেছে। এদিকে ব্রাডফোরডে ফিলিস্তিনি জনগণের সমর্থনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার। ব্রাডফোরড ফ্রেন্ডস অফ প্যালেস্টাইন এই সমাবেশের আয়োজন করে। প্রায় ২শ মানুষ সমাবেশে অংশ নেয়।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন