ইউরো বাছাইয়ের প্রথম লেগে নরওয়েকে হেসেখেলে উড়িয়ে দিয়েছিল স্পেন। তবে দ্বিতীয় লেগে আর্লিং হালান্ডরা বেশ ভালো লড়াই করেছে। যদিও শেষ হাসিটা স্পেনেরই। ১-০ গোলের জয়ে জার্মানিতে অনুষ্ঠেয় আগামী ইউরোর মূল পর্বে খেলা নিশ্চিত করেছে স্প্যানিশরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে আধিপত্য বিস্তার করে স্পেন। ২০ মিনিটের সময় গোলও পেয়ে গিয়েছিল তারা। তবে অফ সাইডে বাতিল হয় আলভারো মোরাতার প্রচেষ্টা। প্রথমার্ধে গোলের আরো একটি সুযোগ পায় স্পেন।
৪১ মিনিটের সময় মোরাতার হেড গোল বক্স খুঁজে না পেলে হতাশ হতে হয় স্প্যানিশদের।
উল্টো প্রথমার্ধের যোগ করা সময়ে পিছিয়ে পড়তে পারত স্পেন। মাঝমাঠ থেকে বল পায়ে দারুণ ক্ষিপ্রতায় স্পেনের বক্সে ঢুকে পড়েন আর্লিং হালান্ড। তবে প্রতিপক্ষের দুইজনের চ্যালেঞ্জের মুখে পজিশন হারিয়ে ফেললে গোলবঞ্চিত হয় নরওয়ে।
স্পেন কাঙ্ক্ষিত গোলের দেখা পায় দ্বিতীয়ার্ধের শুরুতেই। চতুর্থ মিনিটে বার্সেলোনা তারকা গাভির গোলে ম্যাচে এগিয়ে যায় স্প্যানিশরা। এরপর আর গোলের দেখা পায়নি কোনো দল। ৬ ম্যাচে এটির স্পেনের পঞ্চম জয়। ১৫ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে সাবেক চ্যাম্পিয়ন স্পেন।
সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে স্কটল্যান্ড। এই হারে শেষ হয়ে গেল নরওয়ের আশা। সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তিনে আছে তারা।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন