লস এঞ্জেলসে ফরিদপুরের বাসিন্দাদের মিলনমেলা

gbn

আবুল হাসান মোল্লা, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র

দেশ কিংবা বিদেশ বনভোজন মানেই বাঙালির মহোৎসব। যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে বাংলাদেশিদের জন্য উৎসব মানেই যেন বদ্ধ ঘরে এক চিলতে রোদ।

 

 

১৫ অক্টোবর স্থানীয় গ্রিফিত পার্কে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে বসবাসরত বৃহত্তর ফরিপুরবাসীর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক বনভোজন। অন্তত হাজারও বাঙালির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এক মনোমুগ্ধকর মিলনমেলায় পরিণত হয়।

jagonews24

 

 

সাজিয়া হক মিমির পরিচালনায় মনোমুগ্ধকর এ আয়োজনে ছিল নারী-পুরুষ, বাচ্চাদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা, ঐতিহ্যবাহী বাঙালি খাবার, র্যাফেল ড্রসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

গানে গানে দর্শক মাতান লস এঞ্জেলসের জনপ্রিয় কণ্ঠশিল্পী মিতালীসহ অন্যায় স্থানীয়শিল্পী ও বৃহত্তর ফরিপুরের সদস্যরা।

হাসি-হাসি-আনন্দ, গান আড্ডা আর খেলাধুলায় দুপুর থেকে সন্ধ্যা অবধি পর্যন্ত উপভোগ করেন উপস্থিত গ্রেটার ফরিদপুরবাসীসহ অতিথিরা।

 

 

দিনব্যাপী অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সেন্টু, জীবন, সোহেল, হুমায়ুন, আলমগীর, ইলিয়াস, জাকির প্রমুখ।

jagonews24

লস এঞ্জেলসে বসবাসকারী গ্রেটার ফরিদপুরবাসীকে এক জায়গায় এনে পারস্পরিক সম্পর্কের ভিত্তিকে আরও মজবুত করার লক্ষ্যে এ আয়োজন বলে জানান আয়োজকরা।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন