ইসরায়েলের জন্য ২ হাজার মার্কিন সেনা প্রস্তুত : পেন্টাগন

গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের প্রতিক্রিয়ায় পেন্টাগন মঙ্গলবার জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী দুই হাজার সেনাকে মোতায়েনের সতর্কতায় রেখেছে।

পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সামরিক সদস্য ও ইউনিটের একটি পরিসরকে মোতায়েনের জন্য উচ্চতর প্রস্তুতির অবস্থায় রেখেছেন। যাতে তারা মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান নিরাপত্তা পরিবেশে দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারেন।

মার্কিন গণমাধ্যম জানিয়েছে, সেনারা চিকিৎসা সহায়তা ও বিস্ফোরক নিয়ন্ত্রণের মতো সহায়ক ভূমিকাগুলো পালন করবেন।

তবে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে কোনো বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও উল্লেখ করা হয়েছে।

 

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর শীর্ষ মিত্রের প্রতি ওয়াশিংটনের সমর্থন দেখানোর জন্য বুধবার ইসরায়েলে যাচ্ছেন। তার ঠিক আগমুহূর্তে এই পদক্ষেপ এলো। বাইডেন ইসরায়েল ও গাজার ক্রমবর্ধমান যুদ্ধকে মধ্যপ্রাচ্যের বিস্তৃত সংঘাতে পরিণত হওয়া রোধ করার মিশনে থাকবেন।

 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। কারণ ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা ৭ অক্টোবর গাজা সীমান্ত ভেঙে ইসরায়েলে হামলা চালায়। এতে এখন পর্যন্ত এক হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক। সেই সঙ্গে শতাধিক মানুষকে ইসরায়েল থেকে জিম্মি করে নিয়ে গেছে হামাস।

ইসরায়েলও হামাসের হামলার জবাবে প্রতিক্রিয়া জানিয়েছে এবং এর ফলে প্রায় দুই হাজার ৮০০ মানুষ নিহত হয়েছে।

 

যুদ্ধ ঘোষণা ছাড়াও ইসরায়েল গাজায় অবরোধ আরোপ করেছে এবং পূর্ণ মাত্রার স্থল অভিযানের প্রস্তুতির জন্য সীমান্তে কয়েক হাজার সেনা মোতায়েন করেছে।

অস্টিন গত সপ্তাহে বলেছিলেন, ইসরায়েলের বিরুদ্ধে বৈরী পদক্ষেপ ঠেকাতে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে দুটি বিমানবাহী রণতরি ওই অঞ্চলে মোতায়েন করেছে।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন