ছক্কায় উড়ে গেল সাকিবকে নিয়ে সংশয়

অনুশীলন শেষে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়াম থেকে ততক্ষণে হোটেলের পথে বাংলাদেশ দলের টিম বাস ছেড়ে দিয়েছে। সেখান থেকেই ফোনে সাকিব আল হাসানের বাম উঁরুতে আরেকটি এমআরআই স্ক্যান করানোর কথা শুনে ম্যানেজার রাবীদ ইমাম বলছিলেন, ‘আজ আর ওটা করানো হচ্ছে না। ভারত ম্যাচের আগে তো আরো একটি দিন আছে। দেখা যাক।

তাছাড়া আপনারাও নিশ্চয়ই ওর অনুশীলন দেখে স্পষ্ট ধারণা পেয়ে গেছেন।’

 

সে ধারণা অবশ্য নেটে ব্যাটিং অনুশীলনের পুরোটা সময় ধরেই দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সময় বাম উঁরুর ওপরের দিকে টান খাওয়া এই অলরাউন্ডার পরে পুরো ১০ ওভারই বোলিং করেন। তবে ভারতের বিপক্ষে পরের ম্যাচটি খেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয় কিছুটা।

এমআরআই স্ক্যান করানোর পর তাঁকে রাখা হয় পর্যবেক্ষণেও। হাঁটা-চলায়ও কোনো সমস্যা হচ্ছিল না। কিন্তু স্বাভাবিক নড়াচড়া আর খেলার মধ্যে পার্থক্য থাকায় ভারত ম্যাচে তাঁকে পাওয়া নিয়ে পুরোপুরি নিশ্চিতও হওয়া যাচ্ছিল না। কথা ছিল আজকের অনুশীলনে তাঁকে দেখে নেওয়ার পর আবার পাঠানো হবে এমআরআই স্ক্যান করানোর জন্য।

 

কিন্তু অনুশীলনে যেভাবে ব্যাট চালিয়েছেন, তাতে এদিনই আরেকবার স্ক্যানের প্রয়োজন দেখা দেয়নি। বরং নেটে তাঁর মারা একেকটি ছক্কায় যেন উড়ে গেছে সব সংশয়। এমসিএ-এর মাঠে বাংলাদেশ দলের অনুশীলন হয়েছে সেন্টার উইকেটে। সাকিব অবশ্য শুরুতেই নেটে ঢুকে পড়লেন না। ব্যাট-প্যাড পরে সবার আগে চলে গেলেন জাতীয় দলের সহকারী ফিল্ডিং কোচ ফয়সাল হোসেনের কাছে।

সেখানে ফয়সালের আন্ডারআর্ম থ্রোয়ে কিছুক্ষণ খেলে যাওয়া সাকিব পরে গিয়ে ঢুকলেন স্পিনারদের নেটে। সেখানে তাঁকে লাগাতার বোলিং করে গেলেন শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মাহমুদ উল্লাহ এবং বাংলাদেশ দলের সঙ্গী হয়ে যাওয়া ভারতের চেন্নাইয়ের নেট বোলার ইয়াশ কারাপ্পা।

 

শুরুতে অবশ্য ব্যাটে-বলে করতে একটু সমস্যাই হচ্ছিল তাঁর। কিন্তু কিছুক্ষণের মধ্যেই জড়তা কাটাতে বড় শট খেলতে শুরু করেন সাকিব। ব্যাটে একসময় ঠিকঠাক লাগতেও শুরু করে। শেখ মেহেদীকে যেমন উইকেট ছেড়ে বেরিয়ে ছক্কায় ওড়ান সবার আগে, বল গিয়ে আছড়ে পড়ে এমসিএ-এর ড্রেসিংরুম প্রান্তের গ্যালারিতে। সেই শুরু, তবে শেষ নয়। স্পিনারদের বেশ খানিকটা সময় খেলার পর নেট বদলান তিনি। চলে আসেন পাশেই পেসারদের নেটে। সেখানেও সাবলীল ব্যাটিং করতে থাকা এই অলরাউন্ডার মারেন ছক্কাও। তাতে উড়ে যায় সাকিবকে ঘিরে সংশয়ও!

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন