বিয়ের শাড়ি পরেই জাতীয় পুরস্কার নিলেন আলিয়া ভাট

এ বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় গাঙ্গুবাই কাথিয়াওয়াড়িতে অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার বাগিয়ে নিয়েছেন তিনি। মঙ্গলবার (১৭ অক্টোবর) ভারতের রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করেছেন এ বছরের বিজেতাগন। তবে অন্যান্যদের মধ্যে বিশেষভাবে নজর কাড়লেন আলিয়া ভাট।

নিজের বিয়ের শাড়ি পরেই শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার গ্রহণ করেন তিনি। 

 

গত বছর বিয়ের দিন তিনি যে সাদা শাড়িটি পরেছিলেন সেটি পরেই নয়াদিল্লির বিজ্ঞান ভবনে হাজির হয়েছেন আলিয়া। অনুষ্ঠানের ছবি এবং ভিডিওগুলো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যেখানে ভক্তরা মর্যাদাপূর্ণ ইভেন্ট থেকে অভিনেত্রীর প্রতি ভালোবাসা জানিয়েছেন। অনুষ্ঠানে আলিয়ার সঙ্গে হাজির ছিলেন তার স্বামী অভিনেতা রণবীর কাপুর।

 

 

 

পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে বিখ্যাত ডিজাইনার সব্যসাচীর সূক্ষ্ম সোনালী সূচিকর্মের শাড়িতে আলিয়াকে বেশ উজ্জ্বল দেখাচ্ছিল। অভিনেত্রীর চুল বাঁধা ছিল এবং হালকা গহনা পরিধান করেছেন। কপালে ছিল লাল টিপ। চুলে সাদা গোলাপও পরতে দেখা গেছ অভিনেত্রীকে।

 

1

এদিকে পুরস্কার গ্রহণের সময় আলিয়ার স্বামী রণবীর কাপুরকে ফোন হাতে ছবি তুলতে দেখা গেছে। অনুষ্ঠানের সেই বিশেষ মুহূর্ত ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। ভক্তরাও বেশ প্রশংসা করছেন আলিয়ার লুক এবং রণবীরের এমন সহযোগিতামুলক আচরনের। এছাড়াও জাতীয় পুরস্কার গ্রহণে অভিনন্দন জানাচ্ছেন আলিয়া ভাটকে।

আজ মঙ্গলবার  (১৭ অক্টোবর) নয়াদিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হয়েছে ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের অনুষ্ঠান।

২০২৩ সালের জাতীয় পুরস্কার বিজয়ীরা হাজির ছিলেন এই মর্যাাদপূর্ণ আয়োজনে। পুরস্কার গ্রহণ করেছেন কৃতি স্যানন, আল্লু অর্জুনরা।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন