২৫ বছর পর ভারতের মাটিতে ভারতের বিপক্ষে ওয়ানডে খেলতে নেমে রীতিমত উড়ে গেছে বাংলাদেশ। বিরাট কোহলির শতকে অসহায় আত্মসমর্পন করেতে হয়েছে নাজমুল হোসেন, লিটন দাসদের। ৭ উইকেট ও ৫১ বল হারে রেখে জিতেছে বিশ্বকাপের স্বাগতিকরা। এই হারে বিশ্বকাপে নিজেদের চার ম্যাচে টানা তিন হারের স্বাদ পেল বাংলাদেশ।
ম্যাচ হেরে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল দায় দিলের ব্যাটারদের। একই সঙ্গে পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর আশা প্রকাশ করেন তিনি।
প্রেজেনটেশন পর্বে নাজমুল বলেন, 'ভারত সবসময় খুব ভালো দল। তারা আজ সেটা আরও একবার দেখিয়েছে।
সব দলই ভালো কিন্তু আমি মনে করি, আজ আমরা ভালো ক্রিকেট খেলিনি। আশা করি সামনে ভালো খেলব। তিনি (সাকিব) ভালো আছেন। আশা করি পরবর্তী খেলার আগে সুস্থ হয়ে উঠবেন।
'
এবারের বিশ্বকাপে লড়াই করতে পারছেন না বাংলাদেশের ব্যাটাররা। মিডল অর্ডার রান পেলে টপ অর্ডার ব্যর্থ হচ্ছে। আজ তানজিদ হাসান ও লিটন দাসের ওপেনিং জুটি থেকে আসে ৯৩ রান। তানজিদ ৫১ ও লিটন করেন ৬৬ রান। তবে ব্যর্থ হয়েছে মিডল অর্ডার।
দায়িত্ব নিয়ে ব্যাটিং করা লিটন আলগা শট খেলে আউট না হয়ে নিজের ইনিংসের মূল্য বুঝলে ম্যাচের দৃশ্যপট ভিন্ন হতে পারত বলে মনে করেন নাজমুল, 'তানজিদ ভালো ব্যাটিং করেছে, আমাদের বোলাররাও তাই করেছে। সমস্যা হলো আমরা ব্যাটিংটা ভালোভাবে শেষ করতে পারিনি। লিটন আরেকটু লম্বা সময় ব্যাট করতে পারলে দৃশ্যপট অন্যরকম হতো। ব্যাটিং বিভাগকে আরো দায়িত্ব নিতে হবে।'
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন