পাকিস্তানের বোলারদের নিয়ে বিশেষ পরিকল্পনা নেই অস্ট্রেলিয়ার

বিশ্বকাপের আগে পাকিস্তানি বোলারদের নিয়েই সবচেয়ে বেশি চর্চা করা হয়েছিল। শাহীন আফ্রিদি, হারিস রউফ, শাদাব খানদের নিয়ে প্রত্যাশা ছিল উঁচুতে। কিন্তু নেদারল্যান্ডস ম্যাচ এক পাশে রাখলে শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে বল হাতে প্রত্যাশা মেটাতে পারেননি তাঁরা। যে কারণে পাকিস্তানি বোলারদের নিয়ে তেমন বিশেষ ভাবনা ভাবছেন না অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স।

 

আগামীকাল বেঙ্গালুরুতে মুখোমুখি হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। তিন ম্যাচে দুটিতে জিতেছে পাকিস্তান। নেদারল্যান্ডসকে ৮১ রানে এবং শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড রান তাড়া করে জিতেছে ৬ উইকেটের ব্যবধানে। তবে ভারত ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ হয়েছেন বাবর আজমরা।

মিডল ওভারে তেমন উইকেট নিতে পারেননি আফ্রিদিরা। বরং রান খরচ করেছেন অনেক। এদিকে টানা দুই ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছে অস্ট্রেলিয়া।

 

পাকিস্তান ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে প্রতিপক্ষে বোলারদের নিয়ে করা প্রশ্নের উত্তর এভাবে দিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স, ‘আমার মনে হয় না, পাকিস্তানের বোলারদের নিয়ে আমাদের নির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে।

ম্যাচের মাঝামাঝি অবস্থাতেই ওয়ানডে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়। হয় ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়ে আর না হয় বোলিংয়ে ব্রেক থ্রু নিয়ে। অবশ্যই তাদের দলে কয়েকজন গতিময় বোলার আছে। যারা বিপদ ঘটাতে পারে।’

 

বেঙ্গালুরুতে হাই স্কোরিং ম্যাচ হবে মনে করেন কামিন্স, ‘বেঙ্গালুরুর মতো মাঠে ব্যাটিং খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে।

আমি সাহস করেই বলছি, এখানে হাই স্কোরিং ম্যাচ হবে। এখানে পিচ সব সময়ই ভালো থাকে। তাই এখানে ব্যাটিং খুব গুরুত্বপূর্ণ।’ আইসিসি

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন