বৃহস্পতিবার টালিউডে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘দশম অবতার’। সিনেমাটির প্রচারণায় কলকাতায় অবস্থান করছেন অভিনেত্রী। সেখানে সবার সঙ্গে পূজার আনন্দে মেতে উঠেছেন তিনি। সিনেমাটির প্রচারণার অংশ হিসেবে একটি মন্ডপে হাজির হয়েছেন জয়াসহ টিম দশম অবতার।
যেখানে ঢাকের তালে নাচতে দেখা গেল জয়াকে। আর ঢাক বাজাতে দেখা গেল অনির্বাণ ভট্টাচার্য ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে অনির্বাণের শেয়ার করা একটি ভিডিও তে দেখা যায় ধুতি পাঞ্জাবিতে প্রসেনজিৎ-অনির্বাণ ঢাক বাজাচ্ছেন আর শাড়িতে জয়া ঢাকের তালে নাচ করছে।
‘দশম অবতার’ছবিটি দিয়েই পাঁচ বছর পর সৃজিত মুখার্জির পরিচালনায় কাজ করেছেন জয়া।
টালিউডে সৃজিত মুখার্জির সিনেমার আলাদা কদর রয়েছে। আর সেই ছবি যদি হয় নন্দিত সিনেমা ‘বাইশে শ্রাবণ’ ও ‘ভিঞ্চি দা’র সূত্র ধরে; তাহলে তো কথাই নেই। আর তার প্রমাণ মিলছে অগ্রিম টিকিট বিক্রির হিড়িক দেখেই। প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ-এর তথ্য অনুযায়ী, মুক্তির আগে ছবিটির ৩০ হাজারের বেশি অগ্রিম টিকিট বিক্রি হয়েছে।
যা টালিউডের ক্ষেত্রে সর্বোচ্চ।
সিনেমাটিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একজন বাঙালি পুলিশ অফিসার প্রবীর রায় চোধুরীর ভূমিকায় দেখা যাবে। এমনিতে সৃজিত-প্রসেনজিৎ জুটি মানেই ভারতের বাংলার বক্স অফিসে হিট সিনেমা। এ ছাড়া ভিলেন হিসেবে যিশু সেনগুপ্তকে দেখা যেতে পারে। আর
ইনস্পেক্টর পোদ্দার অর্থাৎ অনির্বাণ ভট্টাচার্যকেও দেখা যাবে প্রবীর রায় চোধুরী- অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী হিসেবে।
যার সঙ্গে জয়া আহসানের চরিত্রের রোমান্স ট্রেলারে ধরা পড়েছে। এতে আরো অভিনয় করেছেন রূপম ইসলাম, অনুপম রায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত প্রমুখ।
প্রসেনজিৎ-অনির্বাণের ঢাকের তালে নাচলেন জয়া
বিনোদন ডেস্ক
আজ বৃহস্পতিবার টালিউডে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘দশম অবতার’। সিনেমাটির প্রচারণায় কলকাতায় অবস্থান করছেন অভিনেত্রী। সেখানে সবার সঙ্গে পূজার আনন্দে মেতে উঠেছেন তিনি। সিনেমাটির প্রচারণার অংশ হিসেবে একটি মন্ডপে হাজির হয়েছেন জয়াসহ টিম দশম অবতার। যেখানে ঢাকের তালে নাচতে দেখা গেল জয়াকে। আর ঢাক বাজাতে দেখা গেল অনির্বাণ ভট্টাচার্য ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে অনির্বাণের শেয়ার করা একটি ভিডিও তে দেখা যায় ধুতি পাঞ্জাবিতে প্রসেনজিৎ-অনির্বাণ ঢাক বাজাচ্ছেন আর শাড়িতে জয়া ঢাকের তালে নাচ করছে।
‘দশম অবতার’ছবিটি দিয়েই পাঁচ বছর পর সৃজিত মুখার্জির পরিচালনায় কাজ করেছেন জয়া। টালিউডে সৃজিত মুখার্জির সিনেমার আলাদা কদর রয়েছে। আর সেই ছবি যদি হয় নন্দিত সিনেমা ‘বাইশে শ্রাবণ’ ও ‘ভিঞ্চি দা’র সূত্র ধরে; তাহলে তো কথাই নেই। আর তার প্রমাণ মিলছে অগ্রিম টিকিট বিক্রির হিড়িক দেখেই। প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ-এর তথ্য অনুযায়ী, মুক্তির আগে ছবিটির ৩০ হাজারের বেশি অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। যা টালিউডের ক্ষেত্রে সর্বোচ্চ।
সিনেমাটিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একজন বাঙালি পুলিশ অফিসার প্রবীর রায় চোধুরীর ভূমিকায় দেখা যাবে। এমনিতে সৃজিত-প্রসেনজিৎ জুটি মানেই ভারতের বাংলার বক্স অফিসে হিট সিনেমা। এ ছাড়া ভিলেন হিসেবে যিশু সেনগুপ্তকে দেখা যেতে পারে। আর
ইনস্পেক্টর পোদ্দার অর্থাৎ অনির্বাণ ভট্টাচার্যকেও দেখা যাবে প্রবীর রায় চোধুরী- অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী হিসেবে। যার সঙ্গে জয়া আহসানের চরিত্রের রোমান্স ট্রেলারে ধরা পড়েছে। এতে আরো অভিনয় করেছেন রূপম ইসলাম, অনুপম রায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত প্রমুখ।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন