গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার হালনাগাদ পরিসংখ্যানে বলেছে, ৭ অক্টোবর হামাস ইসরায়েল আক্রমণ করার পর থেকে গাজায় কমপক্ষে তিন হাজার ৭৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে মোট ১২ হাজার ৪৯৩ জন।
মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, নিহতদের মধ্যে এক হাজার ৫২৪ শিশু, এক হাজার নারী এবং ১২০ জন বয়স্ক আছেন।
মন্ত্রণালয় বলেছে, নিহতের পরিসংখ্যানে ৪৭১ জন রয়েছে, যারা মঙ্গলবার আল-আহলি আরব হাসপাতালে হামলায় মারা গেছে।
এ ঘটনাত হামাস ইসরায়েলি বিমান হামলাকে দায়ী করেছে। অন্যদিকে ইসরায়েল প্রমাণ দিয়ে বলেছে, গাজা থেকে একটি ফিলিস্তিনি ক্ষেপণাস্ত্র ভুলভাবে ছোড়ার কারণে তারা নিহত হয়েছে।
এ ছাড়াও গাজায় ৪৪ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন, চারটি হাসপাতাল পরিষেবার বাইরে রয়েছে এবং ১৪টি মৌলিক স্বাস্থ্যসেবা কাজ বন্ধ করে দিয়েছে বলে আল-কুদরা জানিয়েছেন।
আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজায় সাহায্য বিতরণ ত্বরান্বিত করার আহ্বান জানিয়ে মুখপাত্র বলেন, ‘গাজার কোনো হাসপাতালেই কোনো ওষুধের মজুদ নেই।
’
অন্যদিকে হামাসের হামলার পর ইসরায়েলে এখন পর্যন্ত এক হাজার ৪০০ মানুষ নিহত হয়েছে।
জাতিসংঘের মানবিক প্রধান মার্টিন গ্রিফিথস বলেছেন, গাজায় প্রতিদিন প্রায় ১০০টি মানবিক সহায়তার লরির প্রয়োজন।
সূত্র : রয়টার্স, বিবিসি
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন