গাজায় নিহতের সংখ্যা ৩৮০০ ছুঁই ছুঁই

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার হালনাগাদ পরিসংখ্যানে বলেছে, ৭ অক্টোবর হামাস ইসরায়েল আক্রমণ করার পর থেকে গাজায় কমপক্ষে তিন হাজার ৭৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে মোট ১২ হাজার ৪৯৩ জন।

মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, নিহতদের মধ্যে এক হাজার ৫২৪ শিশু, এক হাজার নারী এবং ১২০ জন বয়স্ক আছেন।

মন্ত্রণালয় বলেছে, নিহতের পরিসংখ্যানে ৪৭১ জন রয়েছে, যারা মঙ্গলবার আল-আহলি আরব হাসপাতালে হামলায় মারা গেছে।

এ ঘটনাত হামাস ইসরায়েলি বিমান হামলাকে দায়ী করেছে। অন্যদিকে ইসরায়েল প্রমাণ দিয়ে বলেছে, গাজা থেকে একটি ফিলিস্তিনি ক্ষেপণাস্ত্র ভুলভাবে ছোড়ার কারণে তারা নিহত হয়েছে।

 

এ ছাড়াও গাজায় ৪৪ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন, চারটি হাসপাতাল পরিষেবার বাইরে রয়েছে এবং ১৪টি মৌলিক স্বাস্থ্যসেবা কাজ বন্ধ করে দিয়েছে বলে আল-কুদরা জানিয়েছেন।

আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজায় সাহায্য বিতরণ ত্বরান্বিত করার আহ্বান জানিয়ে মুখপাত্র বলেন, ‘গাজার কোনো হাসপাতালেই কোনো ওষুধের মজুদ নেই।

 

অন্যদিকে হামাসের হামলার পর ইসরায়েলে এখন পর্যন্ত এক হাজার ৪০০ মানুষ নিহত হয়েছে।

জাতিসংঘের মানবিক প্রধান মার্টিন গ্রিফিথস বলেছেন, গাজায় প্রতিদিন প্রায় ১০০টি মানবিক সহায়তার লরির প্রয়োজন।

সূত্র : রয়টার্স, বিবিসি

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন