ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইসরায়েলে পৌঁছেছেন আজ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের একদিন পরই ইসরায়েলে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ইসরায়েলে পৌঁছে তিনি ৭ অক্টোবর হামাসের ‘ভয়াবহ সন্ত্রাসী’ হামলার নিন্দা করেন এবং বলেছেন, যুক্তরাজ্য ইসরায়েলের পাশে আছে।
সুনাক এমন সময় সেখানে গেলেন, যখন ইসরায়েল গত ২৪ ঘণ্টায় হামাসের অবকাঠামোগুলোকে লক্ষ্য করে গাজায় শত শত ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
তেল আবিবে পৌঁছে তিনি আরো বলেন, ‘আমি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের জন্য অপেক্ষা করছি এবং আমি খুব আশা করছি এই বৈঠক ফলপ্রসূ হবে।’
দুই দিনের সফরে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকালে তাঁর ইসরায়েল পৌঁছানোর কথা রয়েছে। সেখানে প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট ইসাক হারজগ এর সঙ্গে সাক্ষাত করবেন তিনি।
ডাউনিং স্ট্রিট এর তথ্য অনুযায়ী, হামাসের হামলার ফলে ইসরায়েল এবং গাজায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করবেন সুনাক। পাশাপাশি গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর পথ খুলে দিতে অনুরোধ করবেন তিনি। এছাড়া আটকেপড়া ব্রিটিশ নাগরিকরা যাতে নিরাপদে ফিলিস্তিনি থেকে বের হতে পারে সে বিষয়েও আলোচনা করবেন। দুই দিনের সফরে তিনি আরো কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাত করবেন।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন