বাড়তে পারে নির্বাচনী বাজেট

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বঘোষিত বাজেট বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, ‘নির্বাচন পরিচালনা ও আইন-শৃঙ্খলা বাহিনী―দুটো মিলে বাজেট তৈরি করা হয়। আমরা এক হাজার ৪৪৫ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছিলাম। তবে এই বাজেটটা এখনো চূড়ান্ত হয়নি।

পূজার পর আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমরা একটি বৈঠক করব। এ বৈঠকের পর বাজেট চূড়ান্ত করা হবে। এ সময় আমাদের প্রস্তাবিত বাজেট থাকতে পারে আবার এটি বাড়তেও পারে। দুটিরই সম্ভাবনা রয়েছে।

আগামী ২৫ অক্টোবরের পর চূড়ান্ত বাজেট ঘোষণা করা হবে।’

 

আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন।

আগামী বছরের জানুয়ারির প্রথম দিকে দ্বাদশ সংসদ নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। সে ক্ষেত্রে পূর্ণ প্রস্তুতি নিচ্ছে কমিশন।

নভেম্বরের শুরুতে তফসিল ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন একাধিক নির্বাচন কমিশনার। নির্বাচন আয়োজনের জন্য যে বাজেট প্রস্তাব করা হয়েছে তা বাড়ানো হতে পারে বলে জানানো হয়েছে।

 

এদিকে নির্বাচনকে সামনে রেখে সারা দেশের সকল নির্বাচন অফিসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিদ্যুৎ বিভাগে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি শুরু হয়েছে। নির্বাচনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ের আঞ্চলিক নির্বাচন অফিস, জেলা নির্বাচন অফিস এবং উপজেলা ও থানা নির্বাচন অফিসসমূহে ভোটার তালিকা প্রস্তুতকরণসহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্নের লক্ষ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন।

 

এমতাবস্থায় নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ের আঞ্চলিক নির্বাচন অফিস, জেলা নির্বাচন অফিস এবং উপজেলা ও থানা নির্বাচন অফিসসমূহে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে ইসি।

এ ছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকা চূড়ান্ত করার কাজ শেষ পর্যায়ে। আগামী ২ নভেম্বরের মধ্যে আসনভিত্তিক ভোটার তালিকা প্রস্তুত করার জন্য মাঠ পর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে ভোটকেন্দ্রের খসড়াও চূড়ান্ত করা হয়েছে। ৪২ হাজার ১০৩টি ভোটকেন্দ্র ও দুই লাখ ৬০ হাজারের মতো ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন