অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে অতিথি ডট কম এর নতুন অফিস উদ্বোধন

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা

খুব সহজেই হোটেল, রিসোট, ট্রান্সপোর্ট, এপার্টমেন্ট, শেয়ার্ডরুম, কমিউনিটি সেন্টার বুকিং কিংবা ভাড়া দেয়া-নেয়ার জন্য দেশের সর্ববৃহৎ অনলাইন ভিত্তিক বুকিং প্লাটফর্ম অতিথি গ্রুপের নতুন অফিস আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।

আজ শনিবার (২০অক্টোবর) বিকালে রাজধানীর গুলশানের পুলিশ প্লাজা কনকর্ড টাওয়ারে দেশের সর্ববৃহৎ অনলাইন ভিত্তিক বুকিং প্লাটফর্ম অতিথি গ্রুপের প্রধান কার্যালয়ের নতুন অফিস আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিথি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন-উর-রশীদ (সি.আই.পি), ক্যাবিনেট ডিভিশনের সাবেক সচিব এস ওয়াই খান মজলিস, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সাবেক অতিরিক্ত সচিব ও সিইও লায়ন জাবেদ আহমেদ, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ, লেঃ কর্ণেল এ.টি.এম মজিবুল আলম, পি.এস.সি (অবঃ), বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি (এন্টি টেররিজম ইউনিট) মোঃ মনিরুজ্জামান, উত্তরা ব্যাংক লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক মোঃ আশরাফ উজ-জামান প্রমুখ। 

 সভাপতিত্ব করেন অতিথি লিমিটেড এর  ডিরেক্টর এডমিন লায়ন ড. মোঃ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আকাশ

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিতে অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয়। কোরআন থেকে তেলাওয়াত করেন কোম্পানির ডায়মন্ড এজেন্ট আব্দুর রহিম এবং পবিত্র গীতা পাঠ করেন কোম্পানির জিএম (ট্রেনিং) ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ গুহ। স্বাগত বক্তব্য রাখেন অতিথি লিমিটেড এর ডিরেক্টর লায়ন ড.মাহবুবুর রহমান। 

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিথি লিমিটেড এর ডিরেক্টর নুর নবী মৃধা, ডিরেক্টর ডাঃ এম আর খান, ডিরেক্টর সজল, জিএম (মার্কেটিং) সাইফুল ইসলাম সোহাগ, জিএম (ট্রেনিং) ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ গুহসহ কোম্পানির বিভিন্ন পর্যায়ের এজেন্ট ও অতিথিরা।

অনুষ্ঠানে অতিথি লিমিটেড এর অগ্রযাত্রা ও কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্লাইড শো এর মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল।

অতিথি লিমিটেড এর ভূয়সী প্রশংসা করে প্রধান অতিথির বক্তব্যে ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন,'' দেশের বেকার সমস্যা সমাধান ও কর্মসংস্থান বাড়ানো অতিথি ডট কম এর একার পক্ষে হয়তো  সম্ভব হবেনা কিন্তু তারা যে দৃষ্টান্ত স্থাপন করেছে, যে মডেল সামনে নিয়ে এসেছে সেগুলো যদি আমরা সঠিকভাবে ব্যাবহার করি তাহলে এরকম আরো দশটা/বিশটা প্রতিষ্ঠান হবে।''

তিনি আরও বলেন, " অতিথি লিমিটেড নতুন অফিসে কার্যক্রম শুরু করতে যাচ্ছেন, আমি আশা করি আপনাদের কার্যক্রম আরো সুন্দরভাবে, সফলভাবে করবেন। প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে বিশ্বস্ততা ও দায়িত্ব নিয়ে কাজ করবেন।"

আলোচনা অনুষ্ঠান শেষে লাল ফিতা কেটে অতিথি লিমিটেড নতুন অফিসের কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন-উর-রশীদ (সি.আই.পি)। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল ও তার সহধর্মিণী, ক্যাবিনেট ডিভিশনের সাবেক সচিব এস ওয়াই খান মজলিস, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সাবেক অতিরিক্ত সচিব ও সিইও লায়ন জাবেদ আহমেদ, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ, লেঃ কর্ণেল এ.টি.এম মজিবুল আলম, পি.এস.সি (অবঃ)সহ কোম্পানির অন্যান্য পরিচালক ও অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন