নিষিদ্ধ ড্রাগ সেবনের দায়ে দুই বছরের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ হয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী খেলোয়াড় আলেহান্দ্রো ‘পাপু’ গোমেস। বিশ্বকাপের আগে আগেই সেভিয়ায় থাকতে টেস্টে পজিটিভ হয়েছিলেন গোমেস। সেটিরই শাস্তির চিঠি এখন তাঁর হাতে ধরিয়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে স্প্যানিশ সংবাদ মাধ্যম ‘রেলেভু’।
পাপু গোমেস বিশ্বকাপ শেষে যোগ দিয়েছেন ইতালির ক্লাব মোনজায়।
সেই ক্লাবটির হয়ে আর খেলা হচ্ছে না তাঁর। ৩৫ বছর বয়সী এই আক্রমনাত্মক মিডফিল্ডারের ক্যারিয়ারেই ইতি হতে পারে এই নিষেদ্ধাজ্ঞায় এমনটাই ধারণা করা হচ্ছে। বিশ্বকাপে সৌদি আরব ও মেক্সিকোর বিপক্ষে দুটি ম্যাচে খেলা পাপু গোমেসের শরীরে নিষিদ্ধ উপাদান পাওয়ার পর তিনি জানিয়েছিলেন, অসুস্থতা বোধ করায় নিজের বাচ্চার একটি ঔষধ (সিরাপ) তিনি খেয়েছিলেন সারারাত নির্ঘুম কাটানোর পর। কিন্তু ক্লাবের চিকিত্সককে তখন তিনি সেটি জানাননি।
টেস্টে পজিটিভ আসায় এবং নিষেধাজ্ঞার হুমকিতে থাকায় এই ফুটবলারের সঙ্গে গত মাসেই চুক্তি বাতিল করে সেভিয়া। ফ্রি এজেন্ট হিসেবে এরপরই মোনজায় যোগ দিয়েছিলেন তিনি।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন