প্রথম দুই ম্যাচে হার। পরের দুই ম্যাচ জিতে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়াল অস্ট্রেলিয়া। বিশেষ করে আজ পাকিস্তানের বিপক্ষে ব্যাটে-বলে প্যাট কামিন্সদের ঝাঁজ দেখেছে পাকিস্তান। ৬২ রানের জয়ে বেশ উচ্ছ্বসিত অস্ট্রেলিয়া অধিনায়ক কামিন্স।
উচ্ছ্বাস ছুঁয়ে গেছে ডেভিড ওয়ার্নারকেও।
দুর্দান্ত এক ইনিংস খেলেছেন। ম্যাচসেরাও হয়েছেন। ম্যাচ শেষে দলের জয়ের সঙ্গে পাকিস্তান নিয়েও চিন্তার কথা শোনা গেছে ওয়ার্নারের কণ্ঠে।
বেঙ্গালুরুর ব্যাটিং বান্ধব উইকেটে শুরু থেকে ম্যাচ ভালোভাবে ছিল পাকিস্তান। কিন্তু পঞ্চম ব্যাটার ইফতেখার আহমেদ আউট হওয়ার পর ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ।
পাকিস্তান শেষ ৫ উইকেট হারিয়েছে ৩৬ রানে। ওয়ার্নারের চিন্তার জায়গাটা এখানেই, 'পাকিস্তান শেষ ৫ উইকেট হারিয়েছে ৩৬ রানে।
এটা খুবই চিন্তার বিষয়। বিশেষ করে যে টুর্নামেন্টে নেট রান রেট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে সম্ভবত তাদের বোলিংটা আরও বেশি কষ্ট দেবে।'
নিজের ইনিংস নিয়ে ওয়ার্নার বলেছেন, 'আমার ব্যাটিং নিয়ে খুবই খুশি। ভালো টাইমিং পেয়েছি।
ভালো টাইমিং পাওয়া সব সময় দারুণ ব্যাপার।'
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন