বলিউডের ইতিহাসে অন্যতম জনপ্রিয় ও ব্যবসাসফল চলচ্চিত্র ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’র ২৮ বছর পূর্ণ হলো আজ। ১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তি পায় এই মিউজিক্যাল রোম্যান্স চলচ্চিত্রটি। এরপরের ইতিহাস সবারই জানা। বলিউড পায় শাহরুখ খানের মতো একজন মহাতারকা।
কিং অফ রোমান্স উপাধিও জুটে যায় তার। অন্যদিকে কাজলের অনবদ্য সেই সিমরান চরিত্র আজো লাখো তরুণীর মনে দোলা দিয়ে যায়। সেই সঙ্গে ভারতের সবচেয়ে বড় প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের পক্ষ থেকে আদিত্য চোপড়াও পরিচালনার জগতে নতুন দিগন্ত উন্মোচন করেন। মিষ্টি প্রেমের গল্প, দেশের গণ্ডি পেরিয়ে ইংল্যান্ড-সুইজারল্যান্ডের নয়নাভিরাম সৌন্দর্য, পারিবারিক ড্রামা ও সবশেষে সব বাধা পেরিয়ে ভালোবাসার জয়, এ যেন এক রুপকথার মহাকাব্যের হিন্দি সংস্করণ!
দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে
এদিকে সিনেমাটির ২৮ বছর পূর্তি উপলক্ষে সামাজিক মাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে একটি হৃদয়গ্রাহী পোস্ট শেয়ার করেছেন কাজল।
সিনেমাটিকে দীর্ঘস্থায়ী ভালোবাসায় পরিণত করার জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী। তিনি সিনেমাটির ‘মেহেন্দি লাগা কে রাখনা’ গানের একটি শট পোস্ট করেছেন, যেখানে তাকে বিখ্যাত সবুজ লেহেঙ্গায় দেখা গেছে। ভিডিওটি আইকনিক সেই গানের লুক থেকে শুরু হয়ে কাজলের সাম্প্রতিক চেহারায় রূপান্তরিত হতে দেখা যায়৷ ২৮ বছর আগের কাজল ও বর্তমান কাজলের লুক দিয়েই ছোট ক্লিপটি তৈরি করা হয়েছে। সেই সঙ্গে অভিনেত্রী সুইস কাউ বেলের (ঘণ্টা) একটি ছবিও শেয়ার করেছেন, যা সিনেমার একটি উল্লেখযোগ্য প্রতীক।
সেই কাউ বেলে কাজলের, শাহরুখ খান এবং আদিত্য চোপড়ার অটোগ্রাফও দেখা গেছে।
কাজলের শেয়ার করা ক্লিপ ও ছবি ভক্তদের সেই নব্বইয়ের দশকের আইকনিক মুহূর্তের কথা মনে করিয়ে দিয়েছে। সামাজিক মাধ্যমে কাজলের পোস্টে অনুরাগীরা তাদের অনুভূতি শেয়ার করছেন। কারো মতে, এটি শুধু কাজলের ক্যারিয়ারের নয়, গোটা বলিউডের শ্রেষ্ঠতম চলচ্চিত্র। কেউ কেউ মনে করছেন, শাহরুখ-কাজল জুটি পূর্ণতা পেয়েছে এই সিনেমার মাধ্যমেই।
বলিউডও পেয়েছে শতাব্দীর সেরা জুটি।
এদিকে বলিউড কাঁপানো সিনেমাটি মুক্তি পাওয়ার পর ২৮ বছর ধরে মুম্বাইয়ের মারাঠা মন্দির হলে প্রতিদিন প্রদর্শিত হচ্ছে। মারাঠা মন্দির হল মুম্বাইয়ের একক-স্ক্রিন সিনেমা হল যেটি ১৯৯৫ সালে শাহরুখের ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ মুক্তি পাওয়ার পর থেকেই প্রদর্শন করে আসছে। এই সিনেমা হলে এখনও অনেক কট্টর শাহরুখ ভক্তরা এটি দেখতে পাচ্ছেন। দর্শকদের ভালোবাসা এবং প্রশংসার সাথে দীর্ঘ ২৮ বছর ধরেই চলছে ভারতের ১০০ বছরের ইতিহাসে অন্যতম সেরা হিসেবে খ্যাত চলচ্চিত্র ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’।
দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে
১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটি ভারতে ১.০৬ বিলিয়ন এবং দেশের বাইরে ১৬০ মিলিয়ন আয় করে সেই বছরে বলিউডের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হয়ে ওঠে এবং এটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সফল চলচ্চিত্র। চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ১০টি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করে এবং শ্রেষ্ঠ সুস্থ বিনোদন প্রদানকারী জনপ্রিয় চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। চলচ্চিত্রটির সংগীত অ্যালবামটি ১৯৯০-এর দশকের অন্যতম জনপ্রিয় অ্যালবাম যার গানগুলো আজও ভক্তদের মুখে মুখে।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন