ব্রাইটনকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে গোল দুটি করেছেন জুলিয়ান আলভারেজ এবং আর্লিং হালান্ড। ব্রাইটনের গোলটি আনসু ফাতির।
মোহাম্মদ সালাহর জোড়া গোলে এভারটনকে হারিয়ে কিছু সময়য়ের জন্য শীর্ষে উঠে এসেছিল লিভারপুলও।
ঘণ্টা দুয়েক পর ব্রাইটনকে হারিয়ে অলরেডদের হটিয়ে শীর্ষে উঠে আসে ম্যানচেস্টার সিটি। ৯ খেলায় পেপ গার্দিওলার দলের পয়েন্ট ২১। সমান খেলায় লিভারপুলের অর্জন ২০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে লন্ডনের দুই ক্লাব টটেনহাম এবং আর্সেনালের পয়েন্টও সমান ২০।
স্ট্যামফোর্ড ব্রিজে চেলসিকে হারাতে পারলে সিটিকে পেছনে ফেলে এককভাবে শীর্ষে ওঠার হাতছানি আছে আর্সেনালের সামনেও।
ইত্তিহাদ স্টেডিয়ামে খেলার সপ্তম মিনিটে লক্ষ্য ভেদ করে সিটিজেন সমর্থকদের উৎসবে ভাসান জুলিয়ান আলভারেজ। জেরেমি ডোকুর অ্যাসিস্টে বল জালে জড়িয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ১৯ মিনিটে ব্যবধান ২-০ করেন ‘গোলমেশিন’ আর্লিং হালান্ড।
৭৩ মিনিটে ব্রাইটনের হয়ে একটি গোল শোধ দিয়ে আনসু ফাতি খেলা জমিয়ে দিলেও জয়োৎসব থামাতে পারেননি সিটিজেনদের। শেষদিকে লালকার্ড দেখে মাঠ ছেড়েছেন ম্যানসিটির ম্যানুয়েল আকাঞ্জি।
ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে নিউক্যাসল ইউনাইটেড ৪-০ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। নিজ মাঠে ব্রেন্টফোর্ড ৩-০ গোলের জয় পেয়েছেন বার্নলির বিপক্ষে। ইএসপিএন
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন