প্রথম দিনে রেকর্ড, দ্বিতীয় দিনে যে হাল ‘লিও’ সিনেমার

দুই দিন আগে মুক্তি পেয়েছে ভারতের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘লিও’। লোকেশ কানাগারাজ পরিচালিত ও বিজয় থালাপতি অভিনীত সিনেমাটি প্রচারে কিছুটা পিছিয়ে থাকলেও মুক্তির পর প্রথম দিনে সিনেমা হলে দুর্দান্ত দাপট দেখিয়েছে। তবে শুরুর দিনের যাত্রাটা ভালো হলেও দ্বিতীয় দিনে বক্স অফিসে ‘লিও’র সংগ্রহ কমতে শুরু করেছে। প্রথম দিন ভারতে ৬৪ কোটি রুপি আয়ের পাশাপাশি বিশ্বব্যাপী ১৪০ কোটির বেশি আয় করে নিয়েছে বিজয়ের লিও।

কিন্তু দ্বিতীয় দিনে ছবিটির আয় ৩৬ কোটি রুপিতে নেমে গেছে। ভারতীয় বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্ক এমন তথ্যই প্রকাশ করেছে।

 

মুক্তির প্রথম দিন বিশ্বব্যাপী ১৪৬ কোটি রুপি আয় করে যেখানে সব তামিল সিনেমার রেকর্ড ভেঙে ফেলেছিল ‘লিও’ ছবিটি। সেখানে দ্বিতীয় দিনে ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে মাত্র ৬৫ কোটি!  প্রথম দিনের আয়ের তুলনায় প্রায় ৫০ শতাংশ কমেছে।

যা রীতিমতো ছবিটির বক্স অফিস আয়ের পতনের লক্ষণ হিসেবে দেখছেন অনেকে! কিন্তু বিজয়ের মতো সুপারস্টারের সিনেমার কেন এই হাল হলো এ নিয়ে নানা মত প্রকাশ করছেন সিনেমা সংশ্লিষ্টরা। 

 

এই বিষয়ে চলচ্চিত্র বাণিজ্য বিশেষজ্ঞ মনোবালা বিজয়বালান মত প্রকাশ করে জানিয়েছেন, “ছবিটি ঘিরে নেতিবাচক রিভিউয়ের কারণেই এর আয় ‘হ্রাস’ করেছে।” শুধু তাই নয়, আয় ‘হ্রাস’ পাওয়ায় আগামীকাল থেকেই তামিলনাড়ুর বাইরে ‘লিও’র স্ক্রিন কমানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এর আগে মুক্তির দিনই ‘লিও’ ছবির চিত্রনাট্য ‘দুর্বল’ বলে দাবি জানিয়েছিলেন দর্শক-সমালোচকদের অনেকেই।

যার প্রভাব পড়েছে এর আয়ে। তবে আগামী দিনে সিনেমাটি আশানুরূপ আয়ে ফিরতে পারবে কি না তা নিয়েও চিন্তায় পড়েছেন অনেকে।

 

ব্লকবাস্টার ‘মাস্টার’-এর পরে লোকেশ কানাগরাজের সঙ্গ বিজয়ের দ্বিতীয় সিনেমা এটি। তামিল সুপারস্টার বিজয়ের বহুল প্রতীক্ষিত ‘লিও’ ১৯ অক্টোবর মুক্তি পায়। লোকেশ কানাগারাজের লেখা ও পরিচালনায় এতে বিজয়কে ‘রাফ অ্যান্ড টাফ’ অবতারে দেখানো হয়েছে।

এতে বিজয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন ত্রিশা কৃষ্ণান। ১৫ বছর পর এই জুটি ফের পর্দায় হাজির হলেন। 

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন