গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করলে ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহর একজন শীর্ষ নেতা। তিনি বলেছেন, লেবাননে অবস্থানরত তার যোদ্ধারা যুদ্ধের সব প্রস্তুতি নিয়ে রেখেছেন।
আজ রবিবার আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার হিজবুল্লাহর উপনেতা শেখ নাঈম কাসেম এ হুঁশিয়ারি দিয়েছেন। কাসেম এমন সময় এ মন্তব্য করলেন যখন ইসরায়েল দক্ষিণ লেবাননে গোলাবর্ষণ ও ড্রোন হামলা চালিয়েছে।
পাল্টা আক্রমণ হিসেবে হিজবুল্লাহও ইসরায়েল লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
হিজবুল্লাহ জানিয়েছে, শনিবার তাদের ছয় যোদ্ধা নিহত হয়েছেন, যা দুই সপ্তাহ আগে সহিংসতা শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ।
হিজবুল্লাহর জন্য লেবানন-ইসরায়েল সীমান্ত উত্তপ্ত করার একটি সুস্পষ্ট উদ্দেশ্য রয়েছে। নাঈম কাসেম বলেন, ‘আমরা ইসরায়েলি শত্রুকে দুর্বল করার চেষ্টা করছি এবং তাদের জানাতে চাই যে আমরা প্রস্তুত।
’ আর হামাসের কর্মকর্তারা বলেছেন, ইসরাইল যদি গাজায় স্থল আক্রমণ শুরু করে তাহলে হিজবুল্লাহ যুদ্ধে যোগ দেবে।
ইরান সমর্থিত হিজবুল্লাহর হাজার হাজার রকেট ও ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বিভিন্ন ধরনের ড্রোন আছে। সংগঠনটি উত্তর ইসরায়েলে বড় আকারের আক্রমণের মাধ্যমে ইসরায়েল-হামাস যুদ্ধে একটি নতুন ফ্রন্ট খোলার চেষ্টা করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।
শনিবার হিজবুল্লাহর এক যোদ্ধার শেষকৃত্যের সময় দেওয়া ভাষণে নাঈম কাসেম বলেন, ‘আমরা আজ যুদ্ধের কেন্দ্রবিন্দুতে আছি।
এই লড়াইয়ের মধ্য দিয়ে আমরা সাফল্য অর্জন করছি।’
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন