যুক্তরাষ্ট্রে একটি ইহুদি উপাসনালয়ের সভাপতি সামান্তা উলকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরে বাড়ির কাছে একটি পার্ক থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ বলেছে, তারা শনিবার একটি ফোন পেয়ে লাফায়েত পার্কে যান এবং সেখানে সামান্তার দেহ খুঁজে পান। তাদের ধারণা, সামান্তাকে বাড়িতেই হত্যা করা হয়েছে।
পুলিশ কুকুর নিয়ে ওই এলাকায় তল্লাশি চালিয়েছে। তবে কে বা কেন ইহুদি নেতাকে হত্যা করেছে, সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
কর্মকর্তারা ‘ডেট্রয়েটের মহান তরুণ নেতাদের একজন’ হিসেবে সামান্তাকে শ্রদ্ধা জানিয়েছেন।
মিশিগানের অ্যাটর্নি জেনারেল ডানা নেসেল টুইটারে লিখেছেন, তিনি ‘সামান্তার নৃশংস হত্যাকাণ্ডের বিষয়ে জানতে পেরে হতবাক ও আতঙ্কিত’।
এ ছাড়া গভর্নর গ্রেচেন হুইটমার এই হত্যাকাণ্ডকে ‘জঘন্য অপরাধ’ বলে বর্ণনা করেছেন। তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘সামান্তা ছিলেন আলোর উৎস, তাঁর সম্প্রদায়ের একটি আলোকবর্তিকা, যিনি মিশিগানকে একটি ভালো জায়গা হিসেবে তৈরি করতে কঠোর পরিশ্রম করেছিলেন।’
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন