জিবিনিউজ 24 ডেস্ক //
২ নভেম্বর থেকে লন্ডনের হাসপাতালগুলোতে এ্যাস্ট্রাজেনেকার কোভিড ভ্যাকসিন সরবরাহ শুরু হয়ে যাবে। ব্রিটিশ সরকার ১০ কোটি ভ্যাকসিন কেনার জন্যে আগাম অর্থ দিয়ে রেখেছে অক্সফোর্ড ইউনিভার্সিটিকে। হাসপাতালগুলো এ ভ্যাকসিন নেয়ার প্রস্তুতি নিয়ে রাখছে। মিরর/সান
তবে এ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে এখনো ট্রায়াল চলছে। ট্রায়াল শেষ হবার পর সবুজ সংকেত পাওয়ার পরই হাসপাতালে কোভিড রোগীদের এ ভ্যাকসিন দেয়া শুরু হবে।
কিছু ক্লিনিক্যাল ট্রায়াল আপাতত বন্ধ রাখা হয়েছে কারণ কোভিড মোকাবেলায় ফ্রন্টলাইন কর্মীদের টিকা দেয়ার জন্যে অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থাও নেয়া হয়েছে। ভ্যাকসিন পরীক্ষার চূড়ান্ত পর্ব চলছে বিধায় ব্রিটিশ স্বাস্থ্য কর্মকর্তারা আগামী ক্রিসমাসের আগেই ভ্যাকসিন ব্যবহার শুরু করতে চাচ্ছেন।
পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে কথা বলেও রাখা হয়েছে যাতে প্রয়োজনের সময় ভ্যাকসিন সরবরাহে নিরাপত্তা নিশ্চিত করা যায়। ভ্যাকসিন প্রয়োগে হাসপাতালের স্বাস্থ্যকর্মীদেরও প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে জর্জ এলিয়ট হাসপাতালের একটি সূত্র।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন