ঢাকায় গান শোনাতে আসছেন নচিকেতা

গান শোনাতে এবার ঢাকায় আসছেন বাংলা গানের কিংবদন্তি নচিকেতা চক্রবর্তী। আগামী ১০ নভেম্বর ২০২৩ ঢাকার কেআইবিতে গান শোনাবেন তিনি। তাকে বাংলাদেশে নিয়ে আসছে আজব রেকর্ড ও আজব কারখানা। তাদের এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানানো হয়, আজব রেকর্ডস ও আজব কারখানার আয়োজনে আগামী ১০ নভেম্বর ২০২৩ ঢাকাস্থ কেআইবি (কৃষিবিদ ইন্সটিটিউট বাংলাদেশ) মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার’।

 

খুব শিগগিরই তারা টিকেট ও অন্যান্য তথ্য নিয়ে বিস্তারিত জানাবেন।

আজব রেকর্ডস ও আজব কারখানার প্রতিষ্ঠাতা ও সিইও সংগীতশিল্পী জয় শাহরিয়ার বলেন, আমাদের সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। আগামী ১০ নভেম্বর দাদা আসছেন। আশা করছি দাদার ভক্তরা অনেকদিন পরে সরাসরি তার কণ্ঠে গান শুনতে পারবেন।

 

তিনি আরো বলেন, নচিদার ক্যারিয়ারের ৩০ বছর পূর্তি এ বছর। কলকাতায় একটা অনুষ্ঠান হয়েছে তিরিশে নচিকেতা শিরোনামে। এবার ঢাকায় তাঁর বাংলাদেশি শ্রোতাদের জন্য এই আয়োজন।’

উল্লেখ্য, জীবনমুখী গানের শিল্পী নচিকেতা চক্রবর্তী।

১৯৯৩ সালে তার প্রথম অ্যালবাম প্রকাশ পায়। জীবনধারার অসংখ্য জনপ্রিয় গান এসেছে এই শিল্পীর কণ্ঠে। দুই বাংলাতেই আছে তার অসংখ্য ভক্ত।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন