নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচ সামনে রেখে মুম্বাই থেকে বাংলাদেশ দল এখন আছে কলকাতায়। তবে দলের সঙ্গে নেই অধিনায়ক সাকিব আল হাসান। দেশে ফিরেছেন তিনি। একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে, দেশে ফিরে মিরপুরের ইনডোরে অনুশীলন করেছেন সাকিব।
বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করেছেন সাকিব। এ ব্যাপারে জানতে নাজমুল আবেদীনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে হলে তাঁর ফোন বন্ধ পাওয়া গেছে।
এবার বিশ্বকাপে দল হিসেবে বাংলাদেশ দলের পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী। অধিনায়ক সাকিবও ভালো ছন্দে নেই।
চোটের কারণে ভারতের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি। বাকি চার ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ৫৬ রান। সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে।
বল হাতে চার ম্যাচে ৬ উইকেট নিয়েছেন সাকিব।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন