বিশ্বকাপের আগে এ বছর মাত্র দুটি ওয়ানডে খেলেন গ্লেন ম্যাক্সওয়েল। দুটিই ভারতের বিপক্ষে। চোট কাটিয়ে ফেরেন ভারত সিরিজ দিয়েই। চোটের ধকল কাটিয়ে ওই দুই ম্যাচে ব্যাটে রানের দেখা পাননি।
বিশ্বকাপেও প্রথম চার ম্যাচে দল তাঁর কাছ থেকে রান পায়নি।
কিন্তু পরিস্থিতির দাবি ছিল ম্যাক্সওয়েলের ব্যাটে রান। সেটা তিনি মেটাতে পারেননি। অবশেষে ম্যাক্সওয়েলের ব্যাট আজ হেসেছে।
আর তাঁর ব্যাট কথা বললে কী হতে পারে, সেটা নেদারল্যান্ডস বোলাররা হাড়ে হাড়ে টের পেয়েছেন। ১০৬ রানের ইনিংসের পথে ৪০ বলে সেঞ্চুরি করেছেন ম্যাক্সওয়েল। বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি এটি।
ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরি ছাপিয়ে ম্যাচসেরার পুরস্কারও গেছে ম্যাক্সওয়েলের কাছে।
এমন একটা ইনিংসের পর স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত এই অলরাউন্ডার। তবে মাথায় দ্রুততম সেঞ্চুরির ব্যাপার ছিল না তাঁর, ‘এ রকম কিছু মাথায় ছিল না। পরিস্থিতি মেনে খেলার চেষ্টা করেছি। শেষ দিকে আমি শুধু দলের জন্য ভালো একটা সংগ্রহের চেষ্টা করেছি। ছন্দ ফিরে পেয়ে খুবই ভালো লাগছে।
ব্যাটিংয়ের সময় কিছু ভালো সিদ্ধান্ত নিয়েছি। নিজেকে একটু সময় দিয়েছি এবং নিজেকে একটু আত্মবিশ্বাস দিয়েছি।’
এই ইনিংস সামনে আরো আত্মবিশ্বাস দেবে বলে বিশ্বাস ম্যাক্সওয়েলের, ‘এই ইনিংস অনেক আত্মবিশ্বাস দেবে। ধারাবাহিকভাবে রান করতে না পারলে মনে সন্দেহের তৈরি হয়।’ টানা দুই হারের পর টানা তিন ম্যাচ জিতল অস্ট্রেলিয়া। দল হিসেবে অজিরা মোমেন্টাম পেয়েছে বলে মনে করেন ম্যাক্সওয়েল, ‘এটা একটা (নেদারল্যান্ডসের বিপক্ষে জয়) পারফেক্ট ম্যাচ। প্রায় ৪০০ রান এবং প্রতিপক্ষকে ১০০ রানের নিচে অল আউট করা। টানা তিন জয়ে দল হিসেবে আমাদের মোমেন্টাম ফিরে এসেছে।’
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন