ইসরায়েলে হামাস যোদ্ধাদের নজিরবিহীন হামলার আড়াই সপ্তাহেরও বেশি সময় পেরিয়েছে। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা বুধবার যুদ্ধের ১৯তম দিন পার করছে। ইসরায়েলি কর্মকর্তাদের মতে হামাসের হামলায় কমপক্ষে এক হাজার ৪০০ মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক।
অন্যদিকে গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ৭ অক্টোবরের হামলার পর থেকে ইসরায়েলের নিরলস প্রতিশোধমূলক বোমাবর্ষণে সাড়ে ছয় হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক এবং শিশু।
যুদ্ধসংক্রান্ত গত ২৪ ঘণ্টার পাঁচটি উল্লেখযোগ্য ঘটনা :
জ্বালানি নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা
ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা বলেছে, বুধবারের মধ্যে জ্বালানি না পেলে গাজায় তাদের কাজ বন্ধ করতে বাধ্য হবে।
ইউএনআরডাব্লিউএর কমিউনিকেশন ডিরেক্টর জুলিয়েট তোমা বলেন, ‘সময় ফুরিয়ে আসছে। আমাদের জরুরিভাবে জ্বালানি দরকার।’
এদিকে গাজার ছয়টি হাসপাতাল ইতিমধ্যে জ্বালানির অভাবে বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সপ্তাহান্তে অল্পসংখ্যক ত্রাণের ট্রাক গাজায় প্রবেশ করেছে। এগুলো সীমান্তের ওপারে সহায়তার স্বাভাবিক প্রবাহের একটি ভগ্নাংশ মাত্র। ত্রাণ সংস্থাগুলো বলছে, গাজায় জরুরি আশ্রয়কেন্দ্র ও তাঁবুর শহরগুলো ১৪ লাখ বাস্তুচ্যুত মানুষের চাপে ভারাক্রান্ত হচ্ছে। সংখ্যাটি ভূখণ্ডের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি।
গাজা ও পশ্চিম তীরে মৃত্যুর মিছিল
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অনুসারে, মঙ্গলবারের নিহতের সংখ্যা ৭০০ জনেরও বেশি। জাতিসংঘ বলেছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যা এক দিনে সর্বোচ্চ।
বুধবার মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর কমপক্ষে আরো ৮০ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে।
অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের সহিংসতায় ৭ অক্টোবর থেকে ১০২ ফিলিস্তিনি নিহত হয়েছে।
সিরিয়ায় ইসরায়েলি হামলা
বুধবার ভোরে ইসরায়েলি হামলায় দক্ষিণ সিরিয়ায় আট সেনা নিহত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা মঙ্গলবার রকেট হামলার জবাবে সিরিয়ার সামরিক অবকাঠামো ও মর্টারগুলোতে আঘাত করেছে।
দামেস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, উত্তরের আলেপ্পো বিমানবন্দরে এক পাক্ষিকের মধ্যে চতুর্থবারের মতো ইসরায়েল বোমা হামলা চালিয়েছে।
এ ছাড়া ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি হামলা ‘অস্ত্রের ডিপো ও সিরিয়ার একটি বিমান প্রতিরক্ষা রাডার ধ্বংস করেছে’ এবং একটি পদাতিক ইউনিটকেও লক্ষ্যবস্তু করেছে।
লেবাননে বৈঠক
হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন করার উপায় নিয়ে আলোচনা করতে লেবাননে হামাস ও ইসলামিক জিহাদের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। লেবানিজ গোষ্ঠীটি বুধবার এ তথ্য জানিয়েছে।
হিজবুল্লাহ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের সঙ্গে আন্তঃসীমান্ত সংঘর্ষে জড়িয়েছে। গোষ্ঠীটি বলেছে, তারা গাজায় ‘প্রকৃত বিজয় অর্জন’ এবং ইসরায়েলের ‘নিষ্ঠুর আগ্রাসন’ বন্ধ করার জন্য কী করা প্রয়োজন তা নিয়ে আলোচনা করেছে।
আঞ্চলিক অর্থনীতিতে আঘাত
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান বুধবার সৌদি আরবে একটি বিনিয়োগকারী ফোরামকে বলেছেন, ইসরায়েল-হামাস যুদ্ধ ইতিমধ্যে কাছাকাছি দেশগুলোর অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে।
আইএমএফের ক্রিস্টালিনা জর্জিয়েভা রিয়াদে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভকে বলেছেন, ‘আপনি প্রতিবেশী দেশগুলো—মিসর, লেবানন, জর্দানের দিকে তাকান—সেখানে প্রভাবের চ্যানেলগুলো ইতিমধ্যে দৃশ্যমান।’
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন