গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আহ্বান জানানোয় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের পদত্যাগ দাবি করেছে ইসরায়েল। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাড এরডান বলেছেন, ‘শতাধিক মানুষকে যারা খুন করেছে, পুরুষ, নারী, শিশু কাউকে রেহাই দেয়নি, সেই হামাসকে সমর্থন করেছেন গুতেরেস। ফলে তাঁর আর জাতিসংঘের প্রধান থাকার অধিকার নেই।’
আর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিয়েছেন, আপাতত গুতেরেসের সঙ্গে তারা কোনো বৈঠক করবেন না।
আল জাজিরা ও ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, গতকাল মঙ্গলবারও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে হামাস-ইসরায়েল যুদ্ধ বিরতি নিয়ে আলোচনা করেছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। গুতেরেসও যুদ্ধবিরতির দাবি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ইসরায়েল এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হচ্ছে।
গুতেরেস ইসরায়েলের নাম না নিয়ে সমালোচনা করে বলেছেন, বেসামরিক নাগরিকদের রক্ষা করার অর্থ এই নয় যে দশ লাখের বেশি লোককে দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হবে।
যেখানে আশ্রয় নেই, খাবার নেই, পানি নেই, ওষুধ নেই, জ্বালানি নেই। এরওপর বোমা হামলা তো আছেই।
গুতেরেসের এই মন্তব্যের পর জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাড এরডান মহাসচিবের পদ নিয়ে প্রশ্ন তোলেন। আর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেছেন, ‘গুতেরেস আপনি কোন বিশ্বে থাকেন জানি না, তবে এটা আমাদের বিশ্ব নয়, এটুকু বলতে পারি।
’ এরপর জাতিসংঘের প্রধানের সঙ্গে বৈঠকও বাতিল করেছেন কোহেন।
৭ অক্টোবর হামাসের হামলার প্রতিক্রিয়ায় গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এতে কমপক্ষে পাঁচ হাজার ৭৫১ জন নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন এক মিলিয়নেরও বেশি মানুষ। আর ইসরায়েলের দাবি, হামাসের হামলায় তাদের এক হাজার ৪০০ জন সামরিক-বেসমারিক নাগরিক নিহত হয়েছেন।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন