চার ম্যাচের তিনটিতেই হেরে সেমির দৌড় কিছুটা কঠিন করে তুলেছে ইংল্যান্ড। আজ শ্রীলঙ্কার বিপক্ষে তাই ইংলিশদের জয় ছাড়া বিকল্প ভাবার সুযোগ নেই। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে ইংল্যান্ড।
ইংলিশ অধিনায়ক জশ বাটলার জানিয়েছেন, ভালো উইকেট।
আগে ব্যাটিং করে বড় স্কোরের আশা তাঁর। তিন পরিবর্তন নিয়ে আজ একাদশ সাজিয়েছে ইংলিশরা। ক্রিস ওকস, মঈন আলী আর লিয়াম লিভিংস্টোন একাদশে ফিরেছেন। চোটের কারণে নেই রিস টপলি।
বাদ পড়েছেন গুস আটকিনসন ও হ্যারি ব্রুক।
অন্যদিকে দুই পরিবর্তন নিয়ে নামছে শ্রীলঙ্কা। অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুসের সঙ্গে একাদশে ঢুকেছেন লাহিরু কুমারা। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া পেসার মাতিশা পাতিরানার জায়গায় এই ম্যাচের আগে স্কোয়াডে যুক্ত হন ম্যাথুস।
ইংল্যান্ড একাদশ
জনি বেয়ারেস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জশ বাটলার, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ ও মার্ক উড।
শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আশালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথুস, মহেশ থিকসানা, কাসুম রাজিথা, লাহিরু কুমারা ও দিলশান মাধুশাঙ্কা।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন