কারিনায় মুগ্ধ অনুরাগ

বেশ লম্বা সময় বিরতি নিয়ে পর্দায় ফিরেছেন কারিনা কাপুর। ফিরেই নিজের পুরনো অভিনয়শৈলী দিয়ে মুগ্ধ করছেন অনুরাগীদের। সম্প্রতি প্রিমিয়ার হয়েছে কারিনার চলচ্চিত্র ‘দ্য বাকিংহাম মার্ডারস’। হানসাল মেহতা চলচ্চিত্রটিতে শক্তিশালী পারফ্যরম্যান্সে নজর কেড়েছেন কারিনা।

দর্শক-অনুরাগীদের পাশাপাশি অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ বলিউডের অন্যতম জনপ্রিয় নির্মাতা অনুরাগ কাশ্যপ।

 

পরিচালক অনুরাগ কাশ্যপ সম্প্রতি কারিনা কাপুরের অভিনয়ের প্রশংসা করেছেন। ইনস্টাগ্রামে পরিচালক জানান, এটি ছিল কারিনা কাপুরের সর্বকালের সেরা অভিনয়।

1

কারিনার অভিনয়ে মুগ্ধ হয়ে অনুরাগ ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘ক্ষতি, শোক এবং খুনের গল্পে হানসাল মেহতার এই চলচ্চিত্রে কারিনা কাপুরের সর্বকালের সেরা অভিনয়।

 

‘দ্য বাকিংহাম মার্ডারস’ দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন কারিনা কাপুর। সিনেমাটির প্রযোজনায় আরো রয়েছেন একতা কাপুর। এটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি। এতে কারিনার পাশাপাশি আরো অভিনয় করেছেন সঞ্জীব মেহেরা, রুকু নায়ার, কেইথ এলেন, ক্রিস উইলসন, অ্যাশ ট্যান্ডনসহ একাধিক ভারতীয় ও ব্রিটিশ অভিনেতা।

 প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় থাকা চলচ্চিত্রটি ‘মামি’ চলচ্চিত্র উৎসবের পাশাপাশি লন্ডন চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হবে।

 

কারিনাকে সর্বশেষ দেখা গেছে সুজয় ঘোষের ক্রাইম থ্রিলার ‘জানে জান’-এ। নেটফ্লিক্সের চলচ্চিত্রটিতে দুর্দান্ত অভিনয় করে প্রশংসিত হয়েছেন অভিনেত্রী।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন