রাজু আহমেদ
========================================
খোদা, তোমার তো ভুলে যাওয়ার কথা না
যে বার এসএসসি পরীক্ষা দিলাম
সে বার একবারও বলিনি, আমায় এ+ দাও
এবার তোমার কাছে চাইছি। এলাহি শুনে নাও
জালিমদের ধূলোর সাথে গুড়িয়ে দাও
আদ এবং সামূদের মত ওদের নিশেঃষ করে দাও
হত্যায় মদদদাতা, ধ্বংসের যোগানদাতাদের মাফ করতে ভুলে যাও
আবার আবাবিল পাঠাও আকসার চত্বরে
বদরের মাঠের মত দলে দলে ফেরেশতা পাঠাও
গাজাবাসীদের যন্ত্রনা পৃথিবীর সহ্য হচ্ছে না
তোমার সাহায্য চাই, মাবূদ, শোন মাজলুমের প্রার্থণা
আমৃত্যুর প্রার্থনায় অত্যাচারীর ধ্বংস কামনা করছি
আমাকে কল্যাণকর যা যা দিতে সেসবের বিনিময়ে
ফিলিস্তিনের প্রত্যেক শিশুর, সকল মায়ের নিরাপত্তা চাই
আকসার প্রাঙ্গনে আল্লাহু আকবার বলে নিরাপদ সেজদায়
তোমার অনুগ্রহ চাই। ইয়াহুদীদের নিশ্চিহ্ন করে দাও
তোমার কুন-ফায়াকুনের আশায় চাতকের মত চেয়ে আছে ভোর
সাঝের আগে ভূমিকম্পে মিটিয়ে দাও, বজ্রপাতে পুড়িয়ে দাও
হাত তুলে বসে আছি, ওগো রব, গাজাবাসীর জন্য খুলে দাও করুণার দোর
আমাদের প্রভূ, আর সহ্য হয় না রক্তাক্ত শিশু, পঙ্গু মা, ধর বিচ্ছিন্ন মাথা
রহমতের জন্য আকাশে তাকিয়ে আছি। স্বস্তির বৃষ্টি দাও। মুক্তির হাওয়া দাও
নিঃসন্দেহে তুমি পার। চোখের পানির বিনিময়ে আমাদের অন্তর ভিজিয়ে দাও
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন